জৈন্তাপুরে ১টি ও সুনামগঞ্জের ৭টিতে ইউপিতে ভোটগ্রহণ আজ

5

স্টাফ রিপোর্টার :
সিলেটের জৈন্তাপুরে ১টি ও সুনমাগঞ্জের ৭টিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। টানা ১৫ দিনের জমজমাট প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। আজ সোমবার ৭ ফেব্রুয়ারি সকালে শুরু হবে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতি ছাড়াই ভোট নেওয়া হবে। এদিকে শনিবার রাত ১২টা পর থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে।
সপ্তম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হতে যাচ্ছে। শেষ ধাপের এ নির্বাচন অনুষ্ঠিত হবে সিলেট ও সুনামগঞ্জের ৮টি ইউনিয়ন। সোমবার সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে সিলেট জেলার ১টি এবং সুনামগঞ্জ জেলার ৭টি ইউনিয়নে একযুগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, আমাদের প্রস্তুতি খুবই ভালো। তিন স্তরের নিরাপত্তায় সোমবার শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হবে। ইতোমধ্যে সবকটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। সুনামগঞ্জের কিছু দুর্গম এলাকা ছাড়া সবকেন্দ্র সকালে ব্যালট পেপার পৌঁছান হবে। দুর্গম এলকায় রাতে ব্যালট পেপার পাঠান হবে বলে জানান এ কর্মকর্তা।
সিলেট জেলার উপজেলা জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু করার জন্য ইতোমধ্যে উপজেলা নির্বাচন কমিশনের পক্ষ হতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে প্রতিটি কেন্দ্রে ব্যালেট পেপার ভোটের দিন আজ সোমবার সকালে পৌঁছানো হবে।
নিজপাট ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্রে ইতোমধ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার টিম কেন্দ্রগুলো পরির্দশন করেছেন। এছাড়াও রবিবার বিকেলে থেকে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন শুরু করছেন। ভোটের দিন পুলিশের পাশাপাশি বিজিবি’র স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার নিজপাট ইউনিয়নের নির্বাচনে সর্বমোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৫৭ জন প্রার্থী অংশ নিয়েছেন। ৯টি কেন্দ্রে ৭২টি কক্ষে ২১ হাজার ৬ শত ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করবে। তারমধ্যে ১২ হাজার ৩ শত ৩৮ জন পুরুষ এবং ৯ হাজার ৬ শত ৩৬ জন মহিলা।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা নূসরাত আজমেরী হক এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাত জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, শেষ ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হয় ১৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিলো ২২ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ সোমবার ৭ ফেব্রুয়ারি।