দুর্নীতি দমন কমিশনের জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা

39

সিলেট জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দিনব্যাপী জেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা বুধবার নগরীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শীর্ষক দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে সিলেট সরকারী মহিলা কলেজ, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজ, কানাইঘাট কলেজ ও স্কুল পর্যায়ে ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজ, বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়, গোয়াইনঘাটের কুওরের বাজার উচ্চ বিদ্যালয়, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়। দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয় সিলেট সরকারী মহিলা কলেজ ও শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয় সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ।
বিতর্ক প্রতিযোগিতায় আহবায়ক হিসেবে ছিলেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাজী আরিফুর রহমান। মডারেটর হিসেবে ছিলেন সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনজুমান আরা বেগম। বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুহাম্মদ হেলাল চৌধুরী ও রায়হানা মারজান, সরকারী মহিলা কলেজের প্রভাষক গোলাম মওলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, এনজিও ফেডারেশনের সভাপতি রোটারিয়ান বেলাল আহমদ, মোঃ শাহাব উদ্দিন বাদল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদক সিলেটের উপ-সহকারী পরিচালক মোঃ তাজুল ইসলাম ভ্ইূয়া, মোঃ আশরাফ উদ্দিন, উপ-সহকারী পরিচালক সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, মোঃ ইয়াহইয়া, প্রসেনজিৎ চৌধুরী, বেগম ইয়াসমিন আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি