মোল্লারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান সারো মিয়ার গায়েবানা জানাযা

60

দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সুহেল এর শ্বশুর ও সিলেট জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম সম্পাদক মকসুদ আহমদের পিতা হাজী আব্দুল মালেক সারো মিয়ার গায়েবানা নামাজে জানাযা বুধবার বাদ জোহর মোল্লারগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
তিনি গত ১০ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ৫টায় যুক্তরাজ্যের কার্ডিফ ল্যান্ডাফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন। গত ১২ ডিসেম্বর মঙ্গলবার বাদ জোহর যুক্তরাজ্যের কার্ডিফ জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে রাত ৯টায় দাফন সম্পন্ন করা হয়। নানা প্রতিকূলতা ও মরহুমকে কষ্ট না দেওয়ার মানসে তাকে সেখানে দাফন করা হয়। মরহুম সারো মিয়ার গোষ্ঠী পাঞ্চায়েত, ইউনিয়নবাসী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শুভাকাঙ্খী মহলের অনুরোধ বিবেচনা করে গতকাল বুধবার বাদ জোহর গায়েবানা নামাজ অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ও দক্ষিণ সুরমা উপজেলা আমীর মাওলানা ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ উসমান আলী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস, সিসিকে’র ২৪নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপন, সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, সাংগঠনিক সম্পাদক এখলাছ মুন্না, সহ সভাপতি লিটন আহমদ, জেলা বিএনপির শিল্প ও কুটির বিষয়ক সম্পাদক মকবুল হোসেন মামুন, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মামুন খান, সেক্রেটারী বদরুল ইসলাম, সহ সেক্রেটারী কাজী জাফর আহমদ, জামায়াত নেতা সোহেল রানা, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান শামীম, বিএনপি নেতা মাহবুবুল রব ফয়ছল, আওয়ামীলীগ নেতা এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ। জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন এলাকার মুসল্লীয়ানরা জানাযায় অংশ নেয়। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা জালাল উদ্দিন। বিজ্ঞপ্তি