মাদবপুর থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

36

স্টাফ রিপোর্টার :
মাদবপুর এলাকা থেকে গত শনিবার রাতে ৭৪ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছেন, হবিগঞ্জ জেলার মাদবপুর থানার মধ্য বেজুড়া গ্রামের মৃত একরাম হোসেনের পুত্র মো: ওয়াসিম মিয়া (৩৫), একই এলাকার লিলু মিয়ার পুত্র মো: শামীম মিয়া (২১), নুরুল ইসলামের পুত্র মো: শরীফ উদ্দিন (২২) ও মৃত মো: সিদ্দিক আলীর পুত্র মো: রহমত আলী (৫২)।
র‌্যাব জানায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল মাধবপুর থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে ৭৪ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মোঃ ওয়াসিম মিয়া, মোঃ শামীম মিয়া , মোঃ শরীফ উদ্দিন ও মোঃ রহমত আলীকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ ইকরামুল আহাদ জানান।