রঙিন স্বপ্ন

62

হাজেরা সুলতানা হাসি

রঙিন রঙিন স্বপ্ন বুনতে
কার না লাগে ভালো,
চাই না আঁধারময় ভুবন
চাই তো ভোরের আলো।

ভালোবাসি তাইতো হাসি
রঙীন স্বপ্ন বুনি,
ভয়টা ঠেলে জয়ের পথে হাঁটি
জয়কে কাছে টানি।

সুন্দর স্বপ্ন আঁকো চোখে
নেই তাতে মন্দ,
ভালোর আলোয় ভরে ওঠুক
সবার মনের ছন্দ।

ঠিকই তখন এই ধরাতে
থাকবে ছড়ানো সুখ
পালিয়ে যাবে অচিনপুরে
তোমার সকল দু:খ।

মন্দকে সব দূরে ছুঁড়ি
দূর বহু দূর
বিশ্ব ভুবন উঠবে ভরে
নিয়ে উচ্ছ্বাসের সূর।