জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সিলেট ॥ পবিত্র এই নগরী ইহুদী রাষ্ট্রের রাজধানী হতে পারে না

109

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা নগরীর বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
মহানগর সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমদ খানের সভাপতিত্বে ও মুফতী ফয়জুল হক জালালাবাদীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপদেষ্টা মাওলানা আব্দুর রকীব এডভোকেট, মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, আব্দুর হান্নান তাপাদার, মাওলানা আছলাম রহমানী, মাওলানা জহুরুল হক, মাওলানা নওফল আহমদ, মাওলানা মনিরুল ইসলাম, মাহবুবুর রহমান খালেদ, মাওলানা আহমদ ছগির, মাওলানা সদরুল আমীন, মাওলানা রুহুল আমীন নগরী, হাফিজ শাহিদ হাতিমী, কায়ছান মাহমুদ আকবরী, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা লুকমান হেকিম, মাওলানা আরিফুল হক, হাফিজ মাহমুদুল হাসান, হাফিজ আশরাফ, মুফতি বাহারুল আমীন প্রমুখ। শেষে মোনাজাত পরিচালনা করেন শায়েখ মাওলানা নাসির উদ্দিন।
প্রতিবাদ সভায় বক্তারা জেরুজালেমকে ট্রাম্পের ইসরাইলের রাজধানী ঘোষণার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্প মুসলামনদের হৃদয়ে আঘাত করেছেন। জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা। মুসলমানদের পবিত্র স্থান হিসাবে পরিগণিত জেরুজালেম ইহুদী রাষ্ট্র ইসরাঈলের রাজধানী হতে পারে না। টাম্পের এ পদক্ষেপ মুসলিম বিশ্বের সাথে বিদ্রƒপ করার শামিল। ট্রাম্প অনাধিকার চর্চা করেছেন। ট্রাম্পের এ ঘাষনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা বাংলাদেশের মুসলমানদেরকে নিজে নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে জেরুজালেম উদ্ধরের আন্দোলনে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শরীক হওয়ার আহবান জানান।
ইসলামী ছাত্র মজলিস : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর কর্তৃক আয়োজিত মুসলমানদের পবিত্র নগরী জেরুজালেমকে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইসরাইলের রাজধানী ঘোষণা করায় সিলেট কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বাদ জুম্মা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, মুসলমানদের এখন ঈমানের পরীক্ষা চলছে। ইহুদী ও খ্রিষ্টানরা যৌথ ভাবে সুকৌশলে মুসলমানদেরকে হত্যা ও ধ্বংসের পাঁয়তারা করছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে বিশ্ব মুসলিম হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করেছে। তাই বিশ্ব মুসলিম ঐক্যগড়ে তোলে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে।
সংগঠনের কেন্দ্রিয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারী আফজাল হোসাইন কামিলের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, অধ্যক্ষ আব্দুল হান্নান, সহ সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট পূর্বজেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী, পশ্চিম জেলা সভাপতি জারীর হোসাইন, মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম, বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রব, ক্যাম্পাস ও স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জলিল, খেলাফত মজলিস শাহপরাণ পশ্চিম থানা সেক্রেটারী আব্দুল আহাদ মাসুম, এমসি কলেজ সভাপতি লিটন আহমদ জুম্মান, মুহাম্মদ এহসান, নাজমুল ইসলাম খন্দকার, ফখরুল ইসলাম চৌধুরী, যাকারিয়া হাসান চৌধুরী, মোশারফ আবেদীন জয় প্রমুখ।
মহানগর জামায়াত : সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মো: ফখরুল ইসলাম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলমানদের পবিত্র স্থান জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদানের ঘটনায় গোটা মুসলিম উম্মাহ বিক্ষুব্ধ, মর্মাহত ও বিস্মিত। তার এ স্বীকৃতি মধ্য প্রাচ্যের শান্তি পরিকল্পনাকে ভেঙে চুরমার করে দিয়েছে। ‘সারাবিশ্বের মুসলমানদের প্রথম কেবলা ও প্রাণের স্পন্দন পবিত্র মসজিদুল আকসা জেরুজালেম শহরেই অবস্থিত। কাজেই জেরুজালেম শহরটি কখনও ইসরাইলের রাজধানী হতে পারে না। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করা থেকে ইসরাইলকে বিরত রাখার লক্ষ্যে জাতিসংঘ ও ওআইসি সহ সব শান্তিকামী রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। মুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেমে ইসরাঈলের রাজধানী স্থানান্তর গোটা বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণের শামিল। এ থেকে ট্রাম্প ও ইসরাইলকে বিরত রাখতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি গতকাল শুক্রবার জামায়াত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে জেরুজালেমে ইসরাইলের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, ক্বারী আলাউদ্দিন, হাফিজ মশাহিদ আহমদ, আব্দুল্লাহ আল মুনিম, মু. আজিজুল ইসলাম, এডভোকেট জামিল আহমদ রাজু ও ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী নজরুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর থেকে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেই জেরুজালেমে ইসরাইলের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে। জেরুজালেম মুসলিম উম্মাহর পবিত্র স্থান। এখানে ফিলিস্তিনের রাজধানী হতে পারে কিন্তু ইসরাইলের নয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে গোটা বিশ্ব মুসলিম বিশ্ব এখন উত্তাল। এই সময়ে অনাকাক্সিক্ষত যে কোন পরিস্থিতি সৃষ্টির আগে এই সিদ্ধান্ত প্রত্যাহারে ইসরাইল ও তাদের দোসর যুক্তরাষ্ট্রকে বিরত রাখতে জাতিসংঘ সহ শান্তি কামী রাষ্ট্র সমূহকে এগিয়ে আসতে হবে। অন্যথায় মুসলিম বিশ্ব তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পবিত্র ভূমিকে রক্ষা করবেই। এর ফলে যে কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতির দায়ভার যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বহন করতে হবে। বিজ্ঞপ্তি