স্টাফ রিপোর্টার :
শাহপরাণ থানার শ্যামলী আবাসিক এলাকার ১নং রোড থেকে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি দল। এ সময় র্যাবের সদস্যরা গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি শুটারগান, ২ রাউন্ড গুলি ও ছোরা জব্দ করে। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে শাহপরাণ থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এর আগে গত শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে-কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার নাগাইস গ্রামের জসিম উদ্দিনের পুত্র মুন্না আহমদ (২৬), জৈন্তাপুর উপজেলার চতুল বাজারের মৃত ফরিদ মিয়ার পুত্র রুহেল আহমদ (১৯) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার সোনাপুর গ্রামের আজমান আলীর পুত্র নবীন হোসেন (৩০)। এরা ৩ জনই বর্তমানে শাহপরাণ থানা এলাকায় বসবাস করে আসছে বলে জানায় র্যাব। র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, শাহপরাণ থানার শ্যামলী আবাসিক এলাকার ১নং রোডস্থ শ্যামলী জামে মসজিদের সামনে ছিনতাই করার প্রাক্কালে এ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা ছিনতাই করার উদ্দেশ্যে ওই স্থানে সমবেত হয়। তিনি জানান, এ ৩ জন ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতো। এছাড়া সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে দেশে অস্ত্র নিয়ে আসতো। তাদেরকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।