বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, আওয়ামীলীগ করলে আত্মতৃপ্তি পাওয়া যায়। আওয়ামীলীগ কর্মীদের মূল্যায়ন করতে যানে। দেশের দুর্যোগময় মুহূর্তে আওয়ামীলীগ যেমন জনগণের পাশে থাকে, ঠিক তেমনি নেতাকর্মীদের সুখ-দুঃখে আওয়ামীলীগ পাশে থাকে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চলেছেন। তা সম্ভব হচ্ছে এদেশের আপামোর জনগণের আকুণ্ঠ সমর্থন থাকায়। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকবে। সেজন্য আওয়ামীলীগের আবারও ক্ষমতায় পাঠাতে হবে। সারা দেশে যখন উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রয়েছে ঠিক সে সময় দক্ষিণ সুরমা রয়েছে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। আমি দক্ষিণ সুরমার সন্তান হিসেবে অবহেলিত এ অঞ্চলের উন্নয়নের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন থেকে প্রার্থী হতে চাই। এ জন্য তিনি দলীয় নেতাকর্মীদের সহযোগিতার পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে নৌকা পক্ষে কাজ করার আহবান জানান। এ সময় উপস্থিত আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে দলীয় নোমিনেশন পাওয়ার ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন এবং ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করার ওয়াদা করেন।
এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ গতকাল ১৪ অক্টোবর রবিবার বিকালে দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক মেম্বার সোনা মিয়ার সভাপতিত্বে ও তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক লয়লু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগ নেতা, তেতলী ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ¦ ময়নুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, জেলা পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম ইছন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন রাসেল। বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি খলিলুর রহমান ও বাউল আফসান উদ্দিন, বরইকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আবু সান, তেতলী ইউপির সাবেক মেম্বার আব্দুল খলিল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সোয়াদ আলী, বাচ্চু মিয়া, গেদা মিয়া, মামুন মিয়া, কামার আহমদ, শফিক মিয়া, বেলাল আহমদ, শেখ শানর মিয়া, রাজন আলী, আব্দুর রউফ প্রমুখ। বিজ্ঞপ্তি