গোলাপগঞ্জে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‌্যালি

27

গোলাপগঞ্জে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)’র সহযোগিতায় আনুষ্ঠানিক র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলাম। র‌্যালিতে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনায় বক্তারা বলেন, গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী, ৭৫,০০০ টাকা পর্যন্ত গ্রাম আদালতে নিষ্পত্তি করা হয় এবং গ্রাম আদালতে আইনজীবী ছাড়া উভয় পক্ষের কথা শুনে বিচার সম্পন্ন করা হয়।
ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. জামাল মিয়া, ইউপি সচিব কামরান উদ্দিন, ইউপি সদস্য মুজিবুর রহমান মল্লিক, আবুল হাসনাত, জালাল উদ্দিন, জেবুল আহমদ, মাহফুজুর রহমান কাসিমী জসিম, সুলতান আহমদ মজনু, ইসমাঈল আলী, চুনু মিয়া, দিলারা বেগম, তাহেরা বেগম, আম্বিয়া বেগম, সাংবাদিক ইমরান আহমদ, ব্লাস্ট’র উপজেলা সমন্বয়কারী মো. বদিয়ার রহমান, ব্যবসায়ী ফরিদ উদ্দিন আহমদ তকি, গ্রাম আদালত সহকারী নজরুল ইসলাম কায়েল, সেলিনা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি