সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজম খানের বড় ভাই আহবাব খান(৭২) আর নেই। (ইন্না…রাজিউন)। বুধবার বিকেল ৪ টা ১০ মিনিটে সিলেট নগরির উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আহবাব খান পাঠানপাড়া খান বাড়ির মরহুম আয়েছ খানের ছেলে। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে আহবাব খান সবার বড়। তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। আহবাব খানের মৃত্যুর সংবাদ পেয়ে উনার বাড়িতে উপস্থিত হন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র প্রেসিডেন্ট হাজী তৌফিক বকস্ লিপন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ও ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছমা বেগম, বিএনপি নেতা মোর্শেদ মুকুল, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সালাম শামীম, ২৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল হক বকুল, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি টুটুল মাহমুদ মান্না, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক খাজেদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে আহবাব খানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান ও সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান এক শোক বার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন। বিজ্ঞপ্তি