মঞ্জুর মোর্শেদ রুমন
রাতের বেলায় ঘুমের ঘোরে
ফুল পাখিদের সনে,
গানের সুরে হাতটা ধরে
নাচি আপন মনে।
পরীর সনে ভাব জমিয়ে
করলাম একটা আবদার,
ডানায় করে আমায় যেন
দেখায় ঝর্ণা পাহাড়।
পরীর ডানায় উড়াল দিলাম
সেখান থেকে দূরে,
সোনা দানা জহরতে
এলাম অচিনপুরে।
চারদিকে খুশির ঝর্ণা ধারা
আমিতো অবাক আত্মহারা
সবই লাগছে বেশ,
মায়ের স্নেহের আলতো হাতে
ঘুম ভেঙে যায় সাথে সাথে
স্বপ্ন আমার শেষ।