চমনকে গ্রেফতারে জেলা ও মহানগর বিএনপির পৃথক বিবৃতি

12

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সিলেট মহানগর বিএনপির সিনিয়ি সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এক বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও মহানগর বিএনপির সদস্য এবং বিমানবন্দর থানা বিএনপির যুগ্ন আহবায়ক সাহেদ আহমদ চমনকে গ্রেফতারের নিন্দা জানিয়ে মুক্তি দাবী জানান ।
এদিকে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহম্মদসহ গত সোমবার এক বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও মহানগর বিএনপির সদস্য এবং বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক সাহেদ আহমদ চমনকে গ্রেফতারের নিন্দা জানিয়ে মুক্তি দাবী জানান ।
নিন্দা ও প্রতিবাদ : জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহম্মদ এক বিবৃতিতে উল্লেখ করেন গত (২৮ অক্টোবর) শনিবার দুপুর সাড়ে ১২টায় সময় বিমানবন্দর থানাধীন এলাকা থেকে সাহেদ আহমদ চমনকে আটক করা হয়। চমনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তি দাবী করেন এবং নেতা কর্মীদের রাজনৈতিক হয়রানী বন্ধের দাবী জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি