সর্বদলীয় সম্প্রীতিই পারে রাজনৈতিক সহিংসতা কমিয়ে আনতে -নুরুল হক আফিন্দি

6

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ শান্তিগঞ্জের রিপ্রেসার্স প্রশিক্ষণ উদ্বোধনকালে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জের প্রধান উপদেষ্টা, জামালগঞ্জ উপজেলা বিএনিপর সভাপতি নুরুল হক আফিন্দি বলেছেন, দেশের রাজনৈতিক সংকটকালে আওয়ামী লীগ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এক টেবিলে বসা কঠিন সময়ে শান্তিগঞ্জ পিএফজির উদ্যোগে রিপ্রেসার্স প্রশিক্ষণে সকল দলের নেতাদের উপস্থিতি আমাদের আশান্বিত করে। আমি মনেকরি সর্বদলীয় সম্প্রীতিই পারে রাজনৈতিক সহিংসতা কমিয়ে আনতে। আমরা সুনামগঞ্জে সে চেষ্টাই করে যাচ্ছি। দীর্ঘদিন পর হলেও শান্তিগঞ্জ পিএফজি একটি অবস্থানে দাড়িয়েছে, আমি মনে করি শান্তিগঞ্জ পিএফজিই আমাদের আগামী কাজের প্রেরণা যোগাবে। সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগের নেতৃত্ব দেবে।
মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি সম্মেলন কক্ষে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টে ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, সিলেট অঞ্চলেল আঞ্চলিক সমন্বয়কারী মোজাম্মেল হক।
প্রশিক্ষণ শেষে অনুভূতি প্রকাশ করেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বারী সুজন, জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, বিএনপির সহ সভাপতি সিরাজ মিয়া, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী, দপ্তর সম্পাদক সুজন চন্দ্র, কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জয়ন্ত তালুকদার, বিএনপির রোখসানা বেগম, শেপালী আক্তার, আওয়ামী লীগের পুষ্প বেগম, যুব দলের যুগ্ম আহ্বায়খ রঞ্জিত সুত্রধর, যুবলীগের সাংগঠনিক সম্পাদক কেশব চন্দ্র দেব প্রমুখ।