গোলাপগঞ্জ উপজেলার তিন নং ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের মালুম দোকান থেকে ফকিরপাড়া মসজিদ পর্যন্ত প্রায় পঁচিশ মিটার সড়কের বেহাল অবস্থা। ফলে এলাকার কিসমত মাইজভাগ, কায়েস্তগ্রাম ও কুসুমবাগ গ্রামের শত শত স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমান বর্ষা মৌসুমে রাস্তাটিতে কাদামাটির ছড়াছড়িতে মসজিদে যাতায়তকারী মুসল্লিদের কষ্টের শেষ নেই। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান স্মরণে নামকরণের লক্ষ্যে ২০১০ সালে উপজেলা পরিষদ বরাবরে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে রাস্তাটি তাঁর নামে নামকরণ করে একটি ফলক উদ্বোধন করেন উপজেলার চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী। কিন্তু অদ্যবধি রাস্তাটি সংস্কার বা পাকাকরণের কোনো উদ্যোগ না নেয়ায় জনমনে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এদিকে, জেলা মুক্তিযাদ্ধা সংসদ কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক স্মারকে মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্প থেকে রাস্তাটি সংস্কার ও পাকাকরণ দাবি জানানোর পরও রাস্তাটি এখনো সংস্কার করা হচ্ছে না। ফলে জনদুর্ভোগ বেড়ে চলছে। এলাকাবাসী রাস্তাটি সংস্কারে স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। বিজ্ঞপ্তি