যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রতি সুরঞ্জিত সেনের আহবান ॥ তারেককে অবিলম্বে “মানসিক হাসপাতালে” ভর্তি করিয়ে দিন

52

suranjit_47439কাজিরবাজার ডেস্ক :
লন্ডনে ‘চিকিৎসাধীন’ তারেক রহমানকে অবিলম্বে ‘মানসিক হাসপাতালে’ ভর্তি করিয়ে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
আর তা সম্ভব না হলে দেরি না করে ‘চিকিৎসার’ জন্য তারেককে বাংলাদেশে পাঠিয়ে দিতে বলেছেন তিনি।
গতকাল শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, ‘তারেক যা বলেছে তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের বক্তব্য হতে পারে না।’
তারেক চিকিৎসার কথা বলে লন্ডনে গেলেও সেখানে তা ঠিকমতো হচ্ছে না মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে আহ্বান জানাই, বদ্ধ উন্মাদ এই বালকটিকে অবিলম্বে পাগলা গারদে ভর্তি করে দেন। যদি তা সম্ভব না হয়, তাহলে বাংলাদেশে পাঠিয়ে দেন। আমাদের স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি পাবনার দিকে। তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা আমরা করব।’
গত ১৫ ডিসেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ আখ্যায়িত করে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ওই বক্তব্যের কারণে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।
ওই অনুষ্ঠানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যদি ৭ মার্চ সেনাবাহিনীর বাঙালি অফিসারদের নিয়ে যুদ্ধ শুরু করতেন, তাহলে যে ‘সামান্য সংখ্যক’ পাকিস্তানি সৈন্য তখন ছিল তাদের সহজেই পরাজিত করা যেত; প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি ‘অনেক কমানো’ যেত।
তারেকের এ ধরনের বক্তব্য বিএনপির রাজনীতির জন্য ‘আত্মঘাতী’ হবে বলে মনে করেন সুরঞ্জিত।
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বিএনপির রাজনীতি হচ্ছে ইতিহাস বিকৃতির রাজনীতি এবং রাজনীতি বিকৃতির ইতিহাস। ইতিহাস বিকৃতির এই চর্চা জিয়াউর রহমান করেছেন, তার স্ত্রী খালেদা জিয়া করেছেন, এখন তার পুত্র করছে।’
বঙ্গবন্ধুর অবস্থান মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলার মতো মহানায়কদের কাতারে- এমন মন্তব্য করে সুরঞ্জিত বলেন, ‘তার মতো হিমালয়ের পাশে তারেকের মতো দুই একটা ইঁদুর লাফালাফি করলে হিমাদ্রির কিছু হয়?’
এই আওয়ামী লীগ নেতার মতে, তারেকের এ ধরনের কর্মকাণ্ডের ফলে বিএনপিরই যে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে তা খালেদা জিয়া ‘বুঝতে পারছে না’।
‘খালেদা জিয়ার অর্বাচীন পুত্রের এই অকথ্য উচ্চারণ তাদের রাজনীতিতে আত্মঘাতী হয়ে দেখা দেবে। বাংলাদেশের ইতিহাস থেকে তাদের রাজনীতিকে মুছে দেবে।’
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ আয়োজিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ কানু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী উপস্থিত ছিলেন।