বিয়ানীবাজার থেকে সংবাদদাতা :
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতের জানালার গ্রিল কেটে চুরি সংঘটিত হয়েছে। হাসপাতালের ২৪ নম্বর কক্ষে থাকা ৫টি লেপটপ, আলট্রাসোনোগ্রাম, মোবাইল ফোন চুরি যায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সরেজমিনের গিয়ে দেখা যায়, হাসপাতালের নতুন ভবনের পশ্চিম পার্শ্বে ২৪ নং কক্ষের জানালার গ্রিল কাটা রয়েছে। বৃহস্পতিবার শেষে গতকাল শনিবার হাসপাতালে এসে দায়িত্বশীলরা গ্রিল কাটা এবং রক্ষিত যন্ত্রপাতি দেখতে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। ২৪ নম্বর কক্ষে এনজিও সংস্থা প্রজন্মের ডাক্তার দায়িত্ব পালন করেন।এ কক্ষের দায়িত্বপ্রাপ্ত ডাঃ সুকর্ণা বলেন,গত বৃহস্পতিবার সব কিছু নির্দিষ্ট জায়গায় ছিল। শনিবার সকালে এসে দেখি জানালার গ্রিল কাটা। ৫টি লেপটপ, আলসোনোগ্রাম ও অফিসের মোবাইল ফোনটি নেই। সাথে সাথে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করি।
বিয়ানীবাজার সরকারী হাসপাতালের টিএইচও ডাঃ মোয়াজ্জেম আলী চৌধুরী খান বলেন, গত বৃহস্পতিবার কিংবা শুক্রবার রাতের যেকোন সময় ঘটনাটি ঘটেছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।