জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
হাওরের ফসল ঘরে তুলতেই হবে। বাঁধ রক্ষায় কোনো আপোষ নেই। কে কিভাবে কি করেছি তা সবাই জানে।
তারপরেও বলবো কাজটুকু আদায় করুন। বাঁধের টাকা ছাড় দিন। এ মাসের মধ্যেই বাঁধের কাজ শতভাগ শেষ করুন। হাওর রক্ষায় আমি আপনাদের পাশে আছি আগের মতই। মঙ্গবার দুপুর ২টায় জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের সুজাতপুরের গ্রামবাসীদের দেওয়া সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তি হিসেবে এসব কথা বলেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি। সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে আফাজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা আওয়ামীলীগের সদস্য বদিউজ্জামান বদি। আরো উপস্থিত ছিলেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম নুর, উপজেলা আওয়ামীলীগের শ্রম ও সমবায় বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক মাহমুদ হাসান তারেক, উপজেলা কৃষকলীগের আহবায়ক শামসুল আলম, উপজেলা তাতীঁলীগের আহবায়ক মামুন মিয়া, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শিরিন মিয়া, যুবলীগ নেতা শেরন মিয়া, ইফতেখার চৌধুরী, কৃষকলীগ নেতা জুয়েল মিয়া প্রমুখ।