গোলাপগঞ্জে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২২ জন ॥ পোস্টার-বিলবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে

19

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
দেশ ব্যাপী নির্বাচন কমিশন ঘোষিত ২৩৪টি পৌরসভার ন্যয় গোলাপগঞ্জেও ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই পৌর নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করে দিয়েছেন। গোলাপগঞ্জে নব যোগদানকৃত উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাঈদুর রহমান জানিয়েছেন, এতে মেয়র পদে ১জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে সাবেক পৌর প্রশাসক সিরাজুল জব্বার চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মেহেরুন বেগম, সাধারণ কাউন্সিলর পদে ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল এবং ২নং ওয়ার্ডে সাবেক পৌর কমিশনার আব্দুল মতিনসহ অনেক নতুন ও পুরাতন কাউন্সিলর পদপ্রার্থী মিলিয়ে ২০জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে গোলাপগঞ্জে পৌরসভায় প্রার্থীরা প্রচার প্রচারণা অব্যাহত রাখলেও বৃহস্পতিবার সকাল থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পৌর সদরসহ পৌরসভার সকল অলি, গলির পোস্টার, বিলবোর্ডসহ নির্বাচনী প্রচারণার সবকিছু সরিয়ে নিয়েছেন। তবে দু’একজন কাউন্সিলর প্রার্থীদের রয়েছে। স্বতন্ত্র মেয়র প্রার্থী আমিনুল ইসলাম আমিন ভোটারদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও বিলবোর্ড টানিয়েছিলেন। তফসিল ঘোষণা করায় গতকাল রাত সাড়ে ১২টার তাঁর সমর্থকেরা সেগুলো খুলে ফেলেন। প্রথমে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের এগুলো সরিয়ে নিতে দেখে অনেক ভোটাররা মনে করেছিলেন নির্বাচন হবে না। গোলাপগঞ্জ বাজারের এক চাউল ব্যবসাী বলেন, গোলাপগঞ্জ পৌর নির্বাচন হবে না। কারণ প্রার্থীদের সমর্থকেরা পোস্টার-বিলবোর্ড সরিয়ে নিচ্ছে। তখন তাকে জানিয়ে দেওয়া হয় তফসীল ঘোষণার পর মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এসব লাগিয়ে রাখতে পারবেন না।