বিএনপির শর্ত মানার সুযোগ নেই -ইসি সচিব

20

কাজিরবাজার ডেস্ক :
আইনি বাধ্যবাধকতার কারণে ডিসেম্বরের মধ্যেই পৌরসভা নির্বাচন করতে হচ্ছে। তাই নির্বাচনে অংশ নেওয়ার 2015_11_27_13_12_51_fLmFNqFad2EXrVjEvtZNENFwHLrnl1_originalবিষয়ে বিএনপির ‘শর্ত’ মানার কোনো সুযোগ নেই বলে জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তিনি বলেন, আমার মতে বিএনপির শর্ত মানার কোনো সুযোগ নেই। কেননা, ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ করে ফেলতে হবে।
ভোটগ্রহণ ১৫ দিন পেছানোর ‘শর্ত’ মানলে পৌরসভা নির্বাচনে অংশ নেবে বলে শুক্রবার সকালে ঘোষণা দেয় বিএনপি। দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডেকে এমন কথা জানান দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
সংবাদ সম্মেলন নয়, যদি বিএনপির নেতারা সাক্ষাতেও নির্বাচন পেছানোর দাবি জানান তবে কী হবে- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সে সিদ্ধান্ত কমিশন নেবে। তবে নির্বাচন পেছানোর শর্ত আমলে নেওয়ার সুযোগ নেই।
এদিকে, দ্রুততার সঙ্গে নির্বাচন পরিচালনা বিধিমালা প্রণয়ন করে সেখানে মেয়র পদে প্রথম থেকেই কেবল একজন প্রার্থী মনোনয়নের বিধান রাখা হয়েছে। এ বিধানের ফলে দলগুলোর প্রার্থী সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, সংসদ সদস্যরা (এমপি) যদি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে কোনো দাবি জানান- সেক্ষেত্রে বিষয়টি নিয়ে তো আলোচনা করতে হবে। তবে সে সিদ্ধান্ত কমিশনকেই নিতে হবে। আপাতত রবিবারের (২৯ নভেম্বর) আগে কিছুই বলা যাচ্ছে না।
দেশের ২৩৬ পৌরসভায় ভোটগ্রহণের জন্য গত মঙ্গলবার তফসিল দিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ভোটগ্রহণ হবে আগামী ৩০ ডিসেম্বর। দলগুলো ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে। এই প্রথম দলীয় প্রতীকে স্থানীয় কোনো নির্বাচনে ভোটগ্রহণ হবে। পৌরসভায় কেবল প্রার্থীরা দলীয়ভাবে মনোনয়ন পাবেন। কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট নির্দলীয়ভাবেই অনুষ্ঠিত হবে।