ওসমানীনগর উন্নয়ন বাস্তবায়ন পরিষদের প্রতিবাদ সভা

12

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সিলেট বিভাগ জনস্বার্থ সরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ওসমানীনগর উপজেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী আব্দুর রহিমের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উমরপুর বাজারে অনুষ্ঠিত  উপজেলার উন্নয়ন বাস্থবায়ন পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ২১ নভেম্বর বিকালে গোয়ালাবাজারস্থ সাদিমহল কমিউনিটি সেন্টারে  উপজেলা শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনকে কেন্দ্র করে দু-গ্র“পের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এদিকে ২১ নভেম্বর বিকালে স্থানীয় উমরপুর বাজারে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় উন্নয়ন বাস্তবায়ন পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কিন্তু দেখা যায় যে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত (ওসমানীনগর থানা মামলা নং-১২) মামলায় মানবাধিকার কর্মী আব্দুর রহিমকে হয়রানীমূলক ৭ নং আসামী করা হয়েছে। এবং ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে আব্দুর রহিম অবৈধ অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত ছিল। বিষয়টি জানতে পেরে আমরা মর্মাহত হয়েছি। এসময় বক্তারা প্রশাসনকে হুঁশিয়ারী দিয়ে বলেন, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি শ্রমিকলীগের সম্মেলন চলাকালিন সময়সহ গোয়ালাবাজারে সংঘর্ষের ঘটনার সময়ে আব্দুর রহিম ঘটনাস্থলে ছিলেন না। প্রতিহিংসামূলক ভাবে হয়রানী করতে গিয়ে তাকে সংঘর্ষের মামলায় আসামী করা হয়েছে। তাই দ্রুত আব্দুর রহিমের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে আমরা সাধারণ মানুষদের সাথে নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হব। সংগঠনের সভাপতি দবির মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেন লেফাছের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি লুৎফুর রহমান ফারুক, মুক্তিযোদ্ধা আফছর মিয়া, দপ্তর সম্পাদক শফিক মিয়া, সমাজকল্যাণ সম্পাদক কামালুর রহমান, সদস্য শায়েল আহমদ,ফাহিম আহমদ,ছালেহ আহমদ প্রমুখ।