আলমপুরে প্রিন্সিপালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, সাড়ে ৯ লক্ষাধিক টাকার মালামাল লুট

50

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার আলমপুরে এবার আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল কাজী সালাউদ্দিন ইব্রাহিমের বাড়িতে মুখোশধারী ডাকাতরা হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন ও ডিজিটাল ক্যামেরাসহ সাড়ে ৯ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গত শনিবার ভোররাতে জুইবুরুজ আবাসিক এলাকায় খোয়াবমহল গ্রামে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কাজী সালাউদ্দিন ইব্রাহিম বাদি হয়ে অজ্ঞাতনামা ৫/৭ জন ডাকাতকে আসামী করে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। নং-৮ (২১-১১-১৫)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ঘটনার দিন রাতে কাজী সালাউদ্দিন ইব্রাহিম খাওয়া-দাওয়া শেষে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ওইদিন রাত আড়াই তার স্ত্রী প্রফেসর সামসুন্নাহার ঘুম না আসায় ঘরের ভেতরের হাটাহাটি করছিলেন। এক পর্যায়ে তিনি ড্রইং রুমের দরজা খোলে বারান্দার সোফায় বসার চেষ্টা করেন। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা  সশ্রস্ত্র অবস্থায় ৫/৭ জন ডাকাত তাকে ঘিরে রাখে। এ সময় মুখোশধারী ডাকাতরা তাকে বেঁধে এক কক্ষে আটকে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা ধীর-স্থির ভাবে অন্য রুমে ঢুকে আলমিরা ভেঙ্গে নগদ ৫৮ হাজার টাকা, দামী ২টি মুঠোফোন, ১টি ডিজিটাল ক্যামেরা ৮ লক্ষ টাকার ২১ ভরি স্বর্ণালংকারসহ মোট ৯ লাখ ৫৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা দেড় ঘন্টা ডাকাতি সংঘটিত করেছে।