ডিসেম্বর পর্যন্ত ম্যানুয়াল পাসপোর্ট নিতে আইসিএওকে চিঠি

15

কাজিরবাজার ডেস্ক :
চলতি বছর ডিসেম্বর পর্যন্ত ম্যানুয়াল পাসপোর্ট নিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাকে (আইসিএও) passportsm_489948741চিঠি দিয়েছে বাংলাদেশ। রবিবার (২২ নভেম্বর) এই চিঠি পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে সবার হাতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পৌঁছাতে না পারায় এ অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ম্যানুয়াল পাসপোর্ট ব্যবহারে চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত ডেডলাইন নির্ধারণ করে আইসিএও। এয়ারলাইন্সে সন্ত্রাসী হামলার শঙ্কা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়।
আইসিএও কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দফতর এ ব্যাপারে একটি আবেদন করেছে। এতে সবার হাতে এমআরপি পৌঁছে দেওয়ার লক্ষ্যপূরণে দেশের বর্তমান অবস্থার কথা জানানো হয়েছে।
েিব্শ্বর শ্রম রফতানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। গত ১৯ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সংসদকে জানান, এখনও ১১ লাখ ৩২ হাজার ৩৩৭ জন অভিবাসী বাংলাদেশির হাতে এমআরপি পৌঁছে দেওয়া বাকি রয়েছে।ম্যানুয়াল পাসপোর্টের ব্যাপারে বাংলাদেশের আবেদন প্রসঙ্গে রবিবার (২২ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জিয়াউল হক বলেছেন, আইসিএওকে আমরা আবেদনটি দিচ্ছি। দেখা যাক, তারা কি করেন।