সিলেটে বন্যা দুর্গত মানুষের পাশে প্রতিদিনের বাংলাদেশ ও রংধনু গ্রুপ

4
কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকাশিতব্য দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও রংধনু গ্রুপ।

সিলেটে বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকাশিতব্য দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও রংধনু গ্রুপ। রবিবার (২৬.০৬.২০২২) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫শ বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, বঙ্গবন্ধু হাইটেক পার্কে স্থাপিত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর দেওয়ান মো. মুক্তাদির, প্রতিদিনের বাংলাদেশ’র সম্পাদক মুস্তাফিজ শফি, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাউসার আহমেদ অপু, আরজি মিডিয়ার নির্বাহী পরিচালক মোরছালীন বাবলা, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন প্রতিদিনের বাংলাদেশের ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ।
এদিকে বিকেলে সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিদিনের বাংলাদেশ’র সম্পাদক মুস্তাফিজ শফি, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাউসার আহমেদ অপু, আরজি মিডিয়ার নির্বাহী পরিচালক মোরছালীন বাবলা। এছাড়া প্রতিদিনের বাংলাদেশ’র ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদন উপস্থিত ছিলেন।
স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মঈন উদ্দিন মন্জু, দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মুকিত, দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রতিবেদক সিরাজুল ইসলাম, সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, চ্যানেল টুয়েন্টিফোরের সজল ছত্রী, চ্যানেল আইয়ের সাদিকুর রহমান সাকি, শ্যামল সিলেটের মফস্বল সম্পাদক দেবব্রত রায় দীপন প্রমুখ। বিজ্ঞপ্তি