শ্রমিকদের ঘামে অর্জিত মুনাফা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে – মুক্তিযোদ্ধা রফিকুল হক

41

সিলেট জেলার ভেতর গড়ে উঠা মটর ওয়ার্কসপের মেকানিক্সরা রাতদিন বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন, তাদের কষ্টার্জিত অর্থে সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন আজ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে, এ সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য সবাইকে একযোগে কাজ করে যেতে হবে, শ্রমিকদের ঘামে অর্জিত মুনাফা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গতকাল রবিবার বিকেল ৩ টায় দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় সংগঠনের জকিগঞ্জ রোড শাখার কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক।  সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানি´ ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে ও জকিগঞ্জ রোড শাখার সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয়ের পরিচালনায় কার্ড বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সংগঠনের উপদেষ্টা আজম খান, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপদেষ্টা তৌফিক বকস্ লিপন, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল নজরুল। অনুষ্ঠানের শুরুতে মটর মেকানিক্স লিটন কোরআন তেলাওয়াত করেন। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন, জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ দুলাল আহমদ, ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি মাছুম আলম, জকিগঞ্জ রোড শাখার সভাপতি সাদেক আহমদ। কার্ড বিতরণী অনুষ্ঠানে টার্মিনাল, দাশপাড়া, শাহপরান ও কুমারগাঁও শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি