নদী ভাঙ্গন রোধের দাবিতে লামাকাজীবাসীর মানববন্ধন

33

সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গন রোধের দাবিতে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের বৃহত্তর লামাকাজী DSC_0013এলাকাবাসীর উদ্যোগে গতকাল ১৩ নভেম্বর শুক্রবার বিকেলে সিলেট সুনামগঞ্জ সড়কের এম এ খান সেতুর পূর্বপারে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
যুক্তরাজ্য বার্মিংহাম যুবলীগের সভাপতি হাজী আছন মিয়ার সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী আব্দাল হোসেন নাহিদের পরিচালনায় মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক। বক্তব্য রাখেন জেলা যুবলীগ সদস্য মোঃ সাইদুর রহমান, মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আমির আহমদ মোস্তফা, মোগলগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মইনুল ইসলাম, সদর উপজেলা যুবলীগ সদস্য তাজউদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি সিরাজ উদ্দিন, হাজী চান মিয়া, ফারুক মেম্বার, সাধু মিয়া, সিদ্দিকুর রহমান সায়েম, ফখরুল ইসলাম সখই, শামছুদ্দিন, নজরুল, মোহাম্মদ আলী, আকরম আলী মেম্বার, মইনুদ্দিন, মাষ্টার শামীম, যুবলীগ নেতা এমরান উদ্দিন ও কবির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ সুরমা নদীর ভাঙ্গণের কবলে সদর উপজেলার লালারগাঁও গ্রামের কয়েকশত পরিবার হুমকীর মুখে পরিবার পরিজনকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে পারি কমার সাথে সাথে এলাকার ৩০/৩৫টি বাড়িঘর নদী ভাঙ্গনে তলিয়ে গেছে। বক্তারা অনতিবিলম্বে নদী ভাঙ্গণের কবল থেকে গ্রামাট রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানান। বিজ্ঞপ্তি