জাফলংয়ে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

46

কে এম লিমন, গোয়াইনঘাট থেকে :
জাফলংয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একটি মার্কেটের ৯টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় gowainghatক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় জাফলং বাসষ্ট্যান্ড এর মদরিছ মার্কেটেএ ঘটনা ঘটে। মার্কেটের কোন একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের মুহূর্তেই আগুণের লেলিহান শিখা বাতাসের সাহায্যে দ্রুত সবকটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় মাটি থেকে ৭০ ফুটেরও বেশি উপরে উঠে আগুনের হুল্কা। স্থানীয়রা প্রায় ২ ঘন্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সিলেটের দমকল বাহিনীর সদস্যরা ও গোয়াইনঘাট থানা পুলিশের এস আই আরিফের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষয় ক্ষতির প্রাথমিক তালিকা প্রণয়ন করণসহ উদ্ধার তৎপরতায় অংশ গ্রহণ করেন। এই অগ্নিকান্ডের ঘটনায় ১টি মুদি দোকান, ১টি আইসক্রীম ফ্যাক্টরী, ৩টি ষ্টেশনারী দোকান ১টি ফার্ণিসার্স দোকান, ১টি ফার্মেসী, ২টি সেলুন সম্পূর্ণ ভস্মীভূত হয়। মুদি দোকান ও ষ্টেশনারী দোকানে নগদ প্রচুর নগদ টাকা ছিল বলে জানান দোকান মালিকরা। তবে প্রাথমিক ভাবে টাকার সঠিক পরিমাণ ধারণা করা যায়নি।
এদিকে জাফলংয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন  স্থানীয় সংসদ সদস্য সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ইমরান আহমদ, সাবেক সাংসদ সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দিলদার হোসেন সেলিম, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান হামিদুল হক ভঁইয়া বাবুল প্রমুখ।