মূল দলের কমিটিতে নারী অন্তর্ভুক্তি শীর্ষক আলোচনা সভায় কামরান ॥ নারী নেতৃত্ব তৈরী করতে বর্তমান সরকার গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে

42

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, DSC_0199 copyবর্তমান আওয়ামী ও শেখ হাসিনা সরকার নারী নেতৃত্বে তৈরী করতে নিরলস ভাবে গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বত্র নারী অধিকার প্রতিষ্ঠা কাজ চলছে। নারীর উন্নয়নে বর্তমান সরকার সচ্চেতার সহিত কাজ করছে। সিলেট মহানগর ও ২৭ ওয়ার্ড আওয়ামীলীগের কমিটিতে মহিলাদের অন্তর্ভুক্ত করা হবে।
তিনি গতকাল ১২ নভেম্বর বৃহস্পতিবার সিলেট নগরীর জেল রোডস্থ একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ‘নারীর জয়ে সবার জয় ক্যাম্পেইন’ প্রতিবাদ্ধ নিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সিলেট মহানগর আয়োজিত সিলেট মহানগর আওয়ামীলীগের মূল দলের কমিটি সমূহে নারী অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
সিলেট মহানগর আওয়ামী মহিলা লীগের আহবায়ক কাউন্সিলর শাহানারা বেগম’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আসমা কামরানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা লীগ নেত্রী নাজমীন হোসেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কর্ডিনোটর সুদিপ্ত চৌধুরী, রিজিও পাল, প্রোগ্রাম অ্যাসিস্যান্ট প্রিয়াংক মজুমদার, ১২ নং ওয়ার্ড মহিলা লীগের সভাপতি সালমা বেগম, ৫ নং ওয়ার্ড মহিলা লীগের সভাপতি হেনা ইসলাম, ১৯ নং ওয়ার্ড মহিলা লীগের সভানেত্রী নাসরীন ইসলাম হালিমা, ২৬ নং মহিলা লীগের সভানেত্রী সুলতানা আক্তার, ৬ নং ওয়ার্ড মহিলা লীগের সভানেত্রী স্বপ্না বেগম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সায়েদা আক্তার, ফাতেমা জান্নাত, ফারহানা আক্তার, সুলতানা আক্তার, নমিতা রায়, রুনা বেগমদ, দীপা আহমদ, ঝুমা রানী দাস, মরিয়ম চৌধুরী, আইনুর বেগম, সালমা বেগম, মাহমুদা নাজিন রুবী, হেনা ইসলাম, স্বপ্না বেগম, সুলতানা আক্তার, হাসনা হেনা চৌধুরী, সুবর্ণা সিনহা স্বর্না, রোকসানা বেগম, খাইরুল নেছা সেলী, আছমা বেগম, নাসরীন ইসলাম হালিমা প্রমুখ। বিজ্ঞপ্তি