দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়ন কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

72

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে উপজেলার আক্তাপাড়া মিনা বাজারে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফয়জুর রহমানের সভাপতিত্বে, যুগ্ম- আহ্বায়ক হাবিবুর রহমানের পরিচালনায় পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ স¤পাদক আবাব মিয়া, স্বাস্থ্য বিষক স¤পাদক ছমিরুল ইসলাম শান্তু, উপজেলা আওয়ামী লীগ নেতা কৃপা সিন্ধু বৈদ্য, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন, সহ সভাপতি আব্দুল আজিজ বুধন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক আব্দুল মালিক সহ প্রমুখ।
পরে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফয়জুর রহমান ও যুগ্ম- আহ্বায়ক হাবিবুর রহমান উপজেলা দরগাপাশা ইউনিয়ন কৃষক লীগের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি দলীয় প্যাডে স্বাক্ষর করে অনুমোদন দেন।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি প্রধান শিক্ষক (অবঃ) মোঃ ইলিয়াছুর রহমান, সাধারণ স¤পাদক ইউপি সদস্য মুজিবুর রহমান, সাংগঠনিক স¤পাদক জসিম উদ্দিন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি আব্দুল মালিক, গোবিন্দ দাস, কদর মিয়া, কাছাব উল্ল্যাহ, মাসিদুল ইসলাম, যুগ্ম- সাধারণ স¤পাদক মন্তমোহন দাস, সহ সাধারণ স¤পাদক তুরন মিয়া, সহ সাংগঠনিক স¤পাদক যুবায়ের আহমদ, তথ্য ও গবেষণা স¤পাদক আউয়াল মিয়া, দপ্তর স¤পাদক আনোয়ার, গৃহায়ন বিষয়ক স¤পাদক আমিরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার স¤পাদক ছইল মিয়া, ক্রীড়া স¤পাদক সুজেল মিয়া, বন ও পশু পালন বিষয়ক স¤পাদক ইরন মিয়া, ত্রান ও পূণর্বাসন বিষয়ক স¤পাদক আব্দুল ছাত্তার, সমাজসেবা স¤পাদক আব্দুল হক, পরিবেশ বিষয়ক স¤পাদক জায়েদ মিয়া, মৎস্য বিষয়ক স¤পাদক দিলসাদ মিয়া, মহিলা বিষয়ক স¤পাদক আনোয়ারা বেগম, প্রচার স¤পাদক ইলিয়াছ মিয়া, কোষাধ্যক্ষ তছকির আলী, পানি ও সেচ বিষয়ক স¤পাদক জব্বার মিয়া, ধর্ম বিষয়ক স¤পাদক সুয়াজ মিয়া, কৃষি বিষয়ক স¤পাদক নুনু মিয়া, প্রযুক্তি বিষয়ক স¤পাদক জুয়েল আহমদ, ভূমি বিষয়ক স¤পাদক ফারুক মিয়া, সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক পবিন্দ্র দাস, শিক্ষা বিষয়ক স¤পাদক সমুক মিয়া, সদস্য আলা উদ্দিন, সমর আলী, আব্দুল হান্নান, কালা মিয়া, শৈলেন পাল,  ছাবির মিয়া, আব্দুল মতিন, ফখর উদ্দিন, মোক্তার হোসেন, আব্দুস শুকুর, আমীর আলী, ফারুক, সামসুল ইসলাম, মনর আলী, আলমগীর, জাহাঙ্গীর মিয়া, ছমরুল হক, শাহীন মিয়া, আলপু মিয়া, আনোয়ার মিয়া, শাহজাহান, বাবুল মিয়া, আব্দুল কদ্দুছ (৩), হারুন মিয়া, আব্দুন নুর, তুরন মিয়া, ছইল মিয়া, পবন বৈদ্য।