কানাইঘাট পৌর কৃষকদলের কমিটির অনুমোদন

5

কানাইঘাট পৌর শাখার কৃষক দলের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন লাভ করেছে। এ উপলক্ষে ৩০ মে সোমবার সিলেট জেলা কৃষক দলের কুমারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকবর হোসেন, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী উসমান গনি, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম বুলবুল, বাহারাইন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা মোঃ আবুল হোসেন, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুস শুকুর, সিলেট মহানগর শ্রমিকদলের নবনির্বাচিত আহবায়ক আব্দুল আহাদ, সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক ফারুক আল মাহমুদ, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব নুরুল আমীন নুরুল, কানাইঘাট উপজেলা কৃষকদলের নবনির্বাচিত আহবায়ক মোঃ আলমাছ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব এম শাহীন আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমুখ।
সভায় কানাইঘাট পৌর কৃষকদলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিতে সর্বসম্মতিক্রমে কানাইঘাট পৌর কৃষকদলের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি দায়িত্বশীলগণ হচ্ছেন-
আহবায়ক- রাশিদুল হাসান টিটু, সদস্য সচিব মোঃ খয়ের উদ্দিন, সদস্য সৈয়দ আহমদ হ্যারি, শামিম আহমদ, ফরিদ আহমদ, আলিম উদ্দিন, মজির উদ্দিন, আখতার হোসেন, বুলবুল আহমদ, বিলাল উদ্দিন, জসিম উদ্দিন ধলাই, শরিফ উদ্দিন, জমির উদ্দিন, তহির উদ্দিন, শাহিন আহমদ, মখলিছুর রহমান, শুয়াইবুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুস সালাম, আফতাব উদ্দিন, ইসলাম উদ্দিন, আবুল হোসেন এতিম, আজির উদ্দিন মেসি, ফয়সল আহমদ, এখলাছ উদ্দিন রুপই, হারুনুর রশিদ, আতাউর রহমান, শাহিন আহমদ, ফরিদ আহমদ, জাহির আহমদ, আফতাব উদ্দিন, মাসুক আহমদ, মামুনুর রশিদ তুফান, রমিজ উদ্দিন, আখতার হোসেন, নুর উদ্দিন, জামাল আহমদ, জালাল আহমদ, নিজাম উদ্দিন, মানিক উদ্দিন আব্দুর রহমান।
সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর এর সুপারিশ ক্রমে জেলা আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়ারম্যান ও সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল ১ জুন বুধবার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উক্ত কমিটিকে অনুমোদন প্রদান করেন। বিজ্ঞপ্তি