কানাইঘাটে গরু চোর গ্রেফতার

80

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানা পুলিশ এক পেশাদার গরু চোরকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার থানার এস.আই রাশেদুল 58888আলম খান উপজেলার ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির উত্তর লক্ষ্মীপ্রসাদ গ্রামের আব্দুল হান্নান পাখি মিয়ার পুত্র এলাকার চিহ্নিত গরু চোর নিজাম উদ্দিন (২৭) কে উত্তর লক্ষ্মীপ্রসাদ এলাকা থেকে গ্রেফতার করেন। থানা সূত্রে জানা যায়, গত কোরবানির ঈদের দুইদিন পূর্বে গ্রেফতারকৃত গরু চোর নিজাম উদ্দিন তার সহযোগী একই গ্রামের হাবিবুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন (২৫), মৃত নুর উদ্দিনের পুত্র শাহজাহান (৩৫), কবির মিয়ার ছেলে আম্বিয়া (২৫) উত্তর লক্ষ্মীপ্রসাদ গ্রামের মৃত আখলু মিয়ার পুত্র আব্দুল আহাদের বাড়ীর গোয়াল ঘর থেকে রাতের বেলা ৩০ হাজার টাকা মূল্যের একটি কোরবানির গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আব্দুল আহাদ বাদী হয়ে কানাইঘাট থানায় উল্লেখিত ৪ জনের বিরুদ্ধে একটি গরু চুরি মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই রাশেদুল আলম খাঁন পূর্বে মামলার এফ.আই.আর ভুক্ত আসামী চিহ্নিত গরুচোর দেলোয়ার হোসেনকে গ্রেফতারের পর গতকাল শনিবার তাদের সহযোগী নিজাম উদ্দিনকে গ্রেফতার করেন। স্থানীয় লোকজন জানিয়েছেন, গ্রেফতারকৃত নিজাম উদ্দিন ও মামলার অপরাপর আসামীগণ এলাকার চিহ্নিত গরু চোর। তারা বিভিন্ন সময় এলাকা থেকে কৃষকদের গরু চুরি করে অন্যত্র বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত নিজাম উদ্দিন এলকাায় গরু চুরির ঘটনা প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। নিজাম উদ্দিনের কাছ থেকে অন্যন্য গরু চোরদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে এস.আই রাশেদুল আলম খাঁন জানিয়েছেন।