ছাতকে বাংলা মদের পাট্টা গুঁড়িয়ে দিয়েছে জনতা

17

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের রেলওয়ে ভূমির উপর নির্মিত নিষিদ্ধ অবৈধ বাংলা মদের পাট্টা স্থানীয় জনতা গুঁড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। সোমবার বিকেলে পৌরশহরের ৬নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের নেতৃত্বে বাগবাড়ী আবাসিক এলাকার লোকজন বাংলা মদের পাট্টা ভেঙ্গে দেয়। মদের পাট্টা ভেঙ্গে দেয়ার ফলে এলাকায় অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ের নীচে সরকারী খাদ্য গুদামের পাশে এলাকার কতিপয় প্রভাবশালী মহল সম্প্রতি বাংলা মদের পাট্টা তৈরী করে। এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের বরাবরে সোমবার একটি লিখিত অভিযোগ দেয়ার পর রেলওয়ে বিভাগের আইডবি¬উ ফারুক আহমদ ও বড় সুরঞ্জিত পুরকায়স্থের উপস্থিতিতে স্থানীয় জনতা মদে পাট্টাটি ভেঙ্গে দেয়। এ সময় ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও বাগবাড়ীর বিষিষ্ট মুরব্বী মো.মনিরুল ইসলাম, মো. সামছুদ্দিন, হাজী বাদল মিয়া, হাজী আলা উদ্দিন, লুৎফুর রহমান, রাজু আহমদ, ইমাদ উদ্দিন, রেদওয়ান আহমদ, রাজু আহমদ, সালেক আহমদ, আব্দুল মমিন, নোমান, ইমন, আদনানসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।