শাবিতে পদত্যাগ পত্র বহাল রেখেই স্বপদে সেই শিক্ষকরা !

38

sust20120926095515শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’র ৩৫জন শিক্ষক পদত্যাগপত্র প্রত্যাহার না করেই আবার স্বপদে ফিরে গেছেন। ফলে একদিকে রেজিস্টার দপ্তরে পদত্যাগপত্র অন্যাদিকে দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রশাসনিক পদে পদত্যাগকারী শিক্ষকেরা।
ভিসি ড. আমিনুল হক ভূঁইয়া দুই মাসের ছুটিতে যাওয়ায় আন্দোলনকারী শিক্ষকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ মুজতবা আলী হল প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য মো. ফারুক উদ্দিন জানান, আমরা ভারপ্রাপ্ত উপাচার্যের বিশেষ অনুরোধে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দায়িত্ব পালন করতে রাজী হয়েছি, তবে উপাচার্যের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা পদত্যাগ পত্র প্রত্যাহার করব না বিশ্ববিদ্যালয় আইনে পদে না থেকেই দায়িত্ব পালন করা যায় কিনা জানতে চাইলে ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস জানান, এতে কোন অসুবিধা নাই। তাঁরা বিশেষ অনুরোধে দায়িত্ব পালনে রাজী হয়েছেন।
উল্লেখ্য, উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও আর্থিক অনিয়মের আভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন ড. জাফর ইকবালসহ ৩৭টি প্রশাসনিক পদের ৩৫জন শিক্ষক।