বাঙালি

38

মোহাম্মাদ শহীদুল ইসলাম ফকির

দেশমাতা শোন তোমাকে বলছি
রাখতে তোমার মান,
বিশ্বের বুকে মাথা উঁচু করে
গাইছি তোমার গান।

কৃষক মাল্লা কামার কুমার
সাধক বাউল যারা,
প্রবাস থেকেও তোমার কাপড়
কপালে বাঁধছে তারা।

ভিনদেশীদের ভালোবাসায় আজ
আমরা হয়েছি ধন্য,
এসব কিছুর বিনিময়ে তুমি
স্যালুট তোমার জন্য।

আমরা কৃষক আমরা শ্রমিক
আমরা হলেম মাঝি,
আমরা যোদ্ধা সাধক কর্তা
সকল কাজের কাজী।

গর্ব করেই বলছি আমরা
আর নই কাঙ্গালি,
যেখানেই যাই সেখানেই দেই
পরিচয় বাঙালি।