জাফলংয়ে রাতের আঁধারে বন বিভাগের গাছ কেটে নেওয়ার সময় ট্রাকসহ আটক ৬

52

gowainghat photo-26-04-2015গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
রাতের আঁধারে জাফলং বন বিভাগের প্রায় ৯ লাখ টাকা মুল্যের ১৮১ টি আকাশ মনি গাছ কেটে নেওয়ার সময় বহনকারী ট্রাকসহ ৬জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা যায় গত শনিবার গভীর রাতে ৪০/৫০ জনের একদল দুর্বৃত্ত জাফলং বন বিভাগের ছৈলাখেল ৩য় খন্ড মৌজার জে.এল.নং-১০৪, দাগ নং-১৩৬ এ ২০ ধারার সংরক্ষিত বন ভূমিতে প্রায় এক একর ভূমিতে লাগানো ৯লক্ষ টাকা মূল্যের ১৮১টি আকাশ মনি গাছ কেটে ট্রাক যোগে নেওয়ার চেষ্টা করে।
এমন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দিলে থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে ১৫/২০ পুলিশ ঘঁটনাস্থলে গিয়ে গাছ বহনকারী একটি ট্রাক নং (সিলেট-ড-১১-০৯৮৬) সহ ৬ জনকে আটক করেন এবং অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃতরা হলেন উপজেলার জাফলং কালিজুরী গ্রামের শফি উল্লাহ‘র পুত্র আবুল কালাম (৩৩) ও আব্দুস শুক্কুরের পুত্র সুহেল আহমেদ (২০), জৈন্তাপুর উপজেলার বাউরভাগ গ্রামের আজিজুর রহমানের পুত্র নিজাম উদ্দিন (৩৮), পাবনা জেলার মোয়াজ্জেম হোসেন (২৮), ফেনী জেলার ওলি আহমদ (৩০), ঢাকা জেলার সুজন আহমদ (৩০)।
এ ঘটনায় জাফলং বন বিট কর্মকর্তা আব্দুল খালিক বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং ২৫(৪)১৫ইং।