বালাগঞ্জে সিলেট সুরমার উদ্যোগে মতবিনিময় ও সুধী সমাবেশ ॥ সংবাদ পত্রের অগ্রযাত্রাকে বার-বার বাধাগ্রস্ত করা হচ্ছে

51

বালাগঞ্জ থেকে সংবাদদাতা :
বালাগঞ্জে দৈনিক সিলেট সুরমা পত্রিকার উদ্যোগে মত বিনিময় ও সুধি সমাবেশর আয়োজন করা হয়। পত্রিকার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দিপুর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশের গনমাধ্যম গুলো ক্রান্তিকাল অতিক্রম করছে। সংবাদ পত্রকে রাষ্ট্রের তুর্থ স্তম্ভ বলা হলেও একটি মহল বিশেষের রোষানলে পড়ে ইতিমধ্যে কয়েকটি বেসরকারী টিভি চ্যানেল ও বেশ কয়েকটি সংবাদপত্র বন্ধ হয়ে গেছে। দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার কারণে অনেক সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। জান-মালের নিরাপত্তা না থাকায় এবং মামলা-হামলার ভয়ে অনেক সাহসী সাংবাদিক আজ দেশ ছেড়ে বিদেশের মাটিতে পালিয়ে বেড়াচ্ছেন। সংবাদ পত্রের অবাধ স্বাধীনতা রয়েছে দেশের কর্তা ব্যক্তিরা এমন বুলি আওড়ালেও কার্যত স্বাধীন সংবাদ পত্রের অগ্রযাত্রাকে বার-বার বাধাগ্রস্ত করা হচ্ছে। দৈনিক যুগান্তরের বালাগঞ্জ প্রতিনিধি শামীম আহমদের সঞ্চালনায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: সৈয়দ আলী আসগর, যুক্তরাজ্য থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি নেতা শেখ মফিজুর রহমান ফারুক, বালাগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান সেক্টরস্ কমান্ডার ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১ এর  বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গফুর খালিছাদার। উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, সাংবাদিক রজত দাস ভুলন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম সুহেল, সাপ্তাহিক কুশিয়ার কুল পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ, দৈনিক সিলেট সুরমার ওসমানীনগর উপজেলা প্রতিনিধি মো: কয়েছ মিয়া, বালাগঞ্জ নিউজ ডট কম এর সম্পাদক আবুল হোসেন ইমন, জাকির হোসেন শিমুল, দৈনিক সিলেট সুরমার ষ্টাফ ফটো গ্রাফার আব্দুল খালিক, দৈনিক জালালাবাদ পত্রিকার বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. কাজল মিয়া, সেক্টরস্ কমান্ডার ফোরাম বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক টিপু সুলতান, কার্যকরী সদস্য ইমরান আহমদ, বাংলাদেশ কর্মচারী সমিতি বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল ছালাম, বালাগঞ্জ উপজেলা জাপার আহবায়ক কমিটির সদস্য কামাল মিয়া, আজিজুল হক, বালাগঞ্জ অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ কালা, শাখার সদস্য আনোয়ার আলী, মোকাম বাজারের ব্যবসায়ী ও সমাজ সেবক মুজিবুর রহমান ও কাদির হোসেন জীবন প্রমুখ।