পহেলা বৈশাখে নারীদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার করুন ———-সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

42

পহেলা বৈশাখে ঢাকা বিশ^বিদ্যালয়ে নারী নির্যাতনের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে গতকাল বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক বদরুল আমিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক নাজিকুল ইসলাম রানা, ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক আজহারুল  হক চৌধুরী সাকিব, বদরুল ইসলাম, সুজন দাস, স্বপন কুমার দত্ত, আসিক মোস্তফা, হোজায়েল আহমেদ, সাজ্জাদ আহমেদ, আমানউদ্দিন, এনামুল হক সানি, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সবচেয়ে সার্বজনীন প্রাণের উৎসব। সারাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে পহেলা বৈশাখ কে যখন বরণ করছিল তখন কিছু বিকৃত মানুষিকতা সম্পন্ন সন্ত্রাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের উপর হামলা করে। হামলার প্রায় ৬ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ হামলাকারীদের গ্রেফতার করতে পারে নি। একই দিন জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর উপর হামলাকারী ছাত্রলীগের ৬ সন্ত্রাসীকে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ সাময়িক বহিষ্কার করলেও পুালশ গ্রেফতার করে নি। বক্তারা বলেন পহেলা বৈশাখে হামলার দায় সরকার এড়াতে পারে না। বক্তারা, অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে পহেলা বৈশাখে নারীদের উপর হামলাকরীদের গ্রেফতার ও বিচার দাবী করেন। বিজ্ঞপ্তি