জেলা কালচারাল অফিসারের বিরুদ্ধে ফেইসবুকে আপত্তিকর স্ট্যাটাস এর প্রতিবাদে মানববন্ধন

26

PDS_0518জেলা পর্যায়ে শিল্প-সংস্কৃতিক ধারক বাহক শিল্পকলা একাডেমী। সংস্কৃতির বিকাশ সাধন, সৃজনশীল বাংলাদেশ বিনির্মাণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা শিল্পকলা একাডেমী সিলেট। কিন্তু এর কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে গত ১৩ এপ্রিল দিবাগত রাতে তনু ধর সিলেট জেলা শিল্পকলা একাডেমীর ভুয়া অভিভাবক পরিচয়ে ফেইসবুকে সিলেট শিল্পকলা একাডেমী ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তকে নিয়ে মিথ্যা, বানোয়াট, অশালীন, সম্মানহানীকর ও কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস দেন ও এটি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও পেইজে ট্যাগ করে সকলের মাঝে ছড়িয়ে দেন এবং তার স্বামী সুমন শুদ্ধ এই স্ট্যাটাসের মধ্যে অনেক আপত্তিকর কমেন্ট করে সকলকে বিভ্রান্ত করেন। যা শিল্পকলা একাডেমী ও জেলা কালচারাল অফিসারের জন্য সম্মানহানিকর। শিল্পকলা একাডেমীর কিছু প্রশিক্ষণার্থী ফেইসবুকে এসব স্ট্যাটাসের বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা প্রশিক্ষণার্থীদের হুমকি প্রদান করে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় সম্মানহানীকর কমেন্ট করেন। এর প্রতিবাদে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর সকল বিভাগের প্রশিক্ষণার্থীদের উদ্যোগে গতকাল বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমীর সম্মুখভাগে ফেইসবুকে ও জনসম্মুখে ক্ষমা প্রার্থনাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিজ্ঞপ্তি