মাশুক বাজার তালামীযের অভিষেক ও প্রশিক্ষণ ॥ ছাত্র সমাজকে ভ্রান্ত মতবাদ থেকে বিরত রাখা তালামীয কর্মীদের প্রধান কর্তব্য

41

Talamij Mask Bazar Nwese Photoবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর উপজেলাধীন বৃহত্তর মাশুক বাজার আঞ্চলিক শাখার নব গঠিত পরিষদের অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার বিকাল ৩টায় মেদেনী মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মুজাহিদ উদ্দিন বলেন- ইসলাম আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। বর্তমানে বাংলাদেশে ইসলাম নামধারী ওহাবী ও মওদুদী মতবাদে বিশ্বাসী ভ্রান্ত আক্বিদা পোষণকারীরা ছাত্র সমাজকে বিভ্রান্তির পথ দেখাচ্ছে। হযরত আল্লামা ফুলতলী কিবলাহ (রঃ)’র হাতেগড়া ছাত্র সংগঠন তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠালগ্ন থেকে এসকল ভ্রান্ত আকিদার বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করে আসছে। তাই আগামী দিনেও ছাত্র সমাজকে ভ্রান্ত মতবাদ থেকে বিরত রাখা তালামীয কর্মীদের প্রধান দায়িত্ব ও কর্তব্য।
শাখা সভাপতি মো: তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হুসেন ও প্রচার সম্পাদক আব্দুল আজিজের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সিলেট সদর উপজেলার সভাপতি মুহাম্মদ ওলীউর রহমান মানিক। শাখা সহ সভাপতি সুরমান আলীর স্বাগত বক্তব্য ও অফিস সম্পাদক মুহিবুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাতিম চৌধুরী দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা আব্দুল হামিদ, তালামীযে ইসলামিয়া সিলেট সদর উপজেলার সংগঠনিক সম্পাদক মুহা: আব্দুল খালিক, ঘোপাল হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ছালিম আহমদ, মেদেনী মহল গ্রামের বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব মখদ্দছ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি