রোটা. কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক ॥ জাতি শিক্ষিত হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতো

41

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের স্থায়ী সেবামূলক প্রজেক্ট ১৯তম রোটারিয়ান কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেছেন, জাতি শিক্ষিত হলে অনেক সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে যেতো। শিক্ষাক্ষেত্রে সিলেট নিকট অতীতে পিছিয়ে থাকলেও বর্তমান অনেকদূর এগিয়ে DSC_0143এসেছে। রাষ্ট্রীয় অনেক সুযোগ-সুবিধাও বৃদ্ধি পেয়েছে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সকলকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান।
ক্লাব প্রেসিডেন্ট রোটা. ছিদ্দেক আলী তালুকদার পিএইচএফ এর সভাপতিত্বে ও সেক্রেটারি রোটা. এম.এ রহিমের উপস্থাপনায় গত শনিবার বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী রোটা. পিপি আফছর উদ্দিন পিএইচএফ এমডি ও মো. মকন হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহেদুর রব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটা. পিপি আব্দুল আলী আরএফএসএম, শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটা. পিপি সিদ্দিকুর রহমান পিএইচএফ, রোটা. পিপি আব্দুল খালিক, রোটা. হুমায়ুন ইসলাম কামাল।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন- রোটা. কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি কমিটির চেয়ারম্যান রোটা. পিপি সৈয়দ সুজাত আলী। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন আইপিপি নজরুল ইসলাম পিএইচএফ। প্রধান অতিথিকে রোটা. পিপি জিয়াউল হক জিয়া পিএইচএফ ক্রেস্ট এবং রোটা. পিপি আবুল বশর পিএইচএফ ফুল দিয়ে বরণ করেন। ইনভোকেশন পাঠ করেন রোটা. আহমেদ রশিদ চৌধুরী।
অনুষ্ঠানে ‘এ’ গ্রেডে ৫জন, ‘বি’ গ্রেডে ৫জন এবং ‘সি’ গ্রেডে ১০জন শিক্ষার্থীকে বৃত্তির পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রোটা. পিপি এমদাদ হোসেন আরএফএসএম, রোটা. পিপি নাঈম বক্স পিএইচএফ, রোটা. সাব্বির আহমেদ, রোটা. আব্দুল মুকিত, রোটা. ড. শহিদুল ইসলাম এডভোকেট, রোটা. শেখ ফরিদ আহমদ আরএফএসএম, রোটা. রুহুল আলম আরএফএসএম, রোটা. নেহাল মোহাম্মদ হাসনাইন, রোটা. আবুল হাসান পিএইচএফ, রোটা. মনসুর আহমদ পিএইচএফ, রোটা. তাজুল ইসলাম হাসান পিএইচএফ, রোটা. বিকাশ কান্তি দাস প্রমুখ। বিজ্ঞপ্তি