জীবনের লক্ষ্য নির্ধারণ করে শিক্ষার্থীদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে —-ফনী ভুষন চৌধুরী

58

ছাতক থেকে সংবাদদাতা :
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ফনী ভুষন চৌধুরী বলেছেন, শুধু মাত্র পুতিগত বিদ্যা অর্জনে জ্ঞানভান্ডার সমৃদ্ধ হয়না। পাঠ্য বইয়ের পাশাপাশি ইতিহাস-ঐতিহ্য মহাপুরুষের জীবনী সম্পর্কে জ্ঞান লাভ করা প্রত্যেক শিক্ষার্থীর অত্যন্ত প্রয়োজন। জীবনে লক্ষ্য নির্ধারন করে শিক্ষার্থীদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে। নিজের মনের মধ্যে আপন ভুবন কৃষ্টি করে লালন করতে হবে বড় হওয়ার স্বপ্ন। তবেই তোমাদের মধ্য থেকে বেগম রোকেয়া সাখাওয়াত, সুফিয়া কামাল, ড. শিরিন শারমিনের মতো মহিয়ষী নারী গড়ে উঠবে। গতকাল শনিবার সকালে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হেলেন রানী চৌধুরী ছাত্রী বৃত্তি ট্রাস্টের উদ্বোধন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর সভার মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান, বিশিষ্ঠ সমাজ সেবী আজির উদ্দিন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ইছহাক আলী, জনতা ব্যাংক ছাতক শাখার ম্যানেজার সিদ্ধার্থ তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সৈয়দ আহমদ। বক্তব্য রাখেন, শ্রমিক নেতা আব্দুল খালিক, পিটিএর সভাপতি বিকাশ সাহা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছালিক মিয়া চৌধুরী রুকন, হাজী সামছুল ইসলাম, মঈনুল হক মজুমদার প্রমুখ। এ সময় বিদ্যালয়ের ছাত্রীদের পড়ার জন্য গুণীজনের লেখা ২৫হাজার টাকা মূল্যের বই বিদ্যালয় পাঠাগারে দান করেন।