মৌলভীবাজারে ২০ দলের কালো পতাকা মিছিলে পুলিশের ফাঁকা গুলি, লাঠিচার্জ

26

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারে ২০ দলের কালো পতাকা মিছিল বিভিন্ন স্থানে পুলিশি বাধা উপেক্ষা করে কুসুমবাগ পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন দিকে যাওয়া শুরু করলে পুলিশ পিছন থেকে এসে লাটিচার্জ, ১১ রাউন্ড ফাঁকা গুলি করে নেতাকর্মীদেরকে ছত্র ভঙ্গ করে দেয়। ঘটনা স্থল থেকে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। গতকাল  ৫’ জানুয়ারী সোমবার সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রেসক্লাব মোড় থেকে শুরু হয়ে কুসুমবাগ পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ২০ দলীয় জোটের মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক এম. নাসের রহমান, জেলা জামায়াত আমীর আব্দুল মান্নান, জেলা জামায়াত সেক্রেটারী ইঞ্জিণিয়ার এম. শাহেদ আলী, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা শাহ মাসুক আহমদ চৌধুরী, সদর থানা বিএনপির আহ্বায়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, জামায়াত নেতা ইয়ামীর আলী, আলাউদ্দিন শাহ সহ ২০ দলীয় জোটের বিভিন্ন দল ও তাদের অঙ্গ সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।