কুলাউড়ায় ভারতীয় বিড়ি ও মদ উদ্ধার সহ প্রাইভেটকার জব্দ

38

শাহ আলম শামীম, কুলাউড়া থেকে  :
কুলাউড়ায় শরীফপুর ও আলীনগর সীমান্তের পৃথক দুটি স্থানে বিজিবি অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারসহ ৯৮ হাজার ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে আলীনগর সীমান্তের শিকড়িয়া গ্রামের ১৮৪৭ নং সীমান্ত খুঁটি সংলগ্ন এলাকা থেকে আলীনগর সীমান্ত ফাঁড়ির হাবিদলদার রেজাউল করিমের নেতৃত্বে  বিজিবি সদস্যরা ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এদিকে গতকাল ৪ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চাতলাপুর সীমান্ত ফাঁড়ির নায়েব হাবিলদার দাইমুল হকের নেতৃত্বে বিজিবি সদস্যরা চাতলাপুর চা বাগান এলাকায় একটি প্রাইভেট কারকে ধাওয়া করে। চোরাকারবারীরা চাতলাপুর চা বাগানের চৌচল্লিশ পাট্টা এলাকায় কারটি ফেলে পালিয়ে গেলে কারের ( ঢাকা মেট্রো-ক-০৩-৮৯৪৮) ভেতর থেকে ৯৮ হাজার ভারতীয় নাসির উদ্দীন বিড়ি ও ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
কর্নেল নাসির উদ্দীন কারসহ বিড়ি ও ভারতীয় মদ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় কুলাউড়া থানায় চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।