শ্রীমঙ্গলে যাত্রীবাহী মিনিবাস উল্টে নিহত ২, আহত ২৫

24

শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা :
ঢাকা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়স্ত্রণ হারিয়ে একটি মিনিবাস সড়কে উল্টে ২ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী। তাদেরকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল ২ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে ঢাকা- সিলেট আঞ্চলিক সড়কের কালাপুর বাজার এলাকায়  এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল জানান, যাত্রীবাহী মিনিবাসটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের শেরপুরে যাচ্ছিল। কালাপুর বাজার এলাকা অতিক্রম করার পর মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কে উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ যাত্রী মারা যান। আহত হন অন্তত ২৫ যাত্রী। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান। বাসযাত্রী মৌলভীবাজারের আমতৈল গ্রামের বাসিন্দা মনু মিয়া জানান, একটি গরুকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ ব্রেক কষলে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।