শিক্ষার অগ্রযাত্রা রোধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত ———— ব্যারিষ্টার ইমন

48

J.pur pic-31-03-15ছাতক থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাশক ব্যারিষ্টার এনামুল কবির ইমন বলেছেন, শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর-এটি এখন শতসিদ্ধ প্রবাদ। শিক্ষকদের দেয়া শিক্ষা সঠিক পথের নির্র্দেশনা দেয়া থাকে। যারা অনুসরণ করে তারাই সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বের অধিকারি হয়। গতকাল মঙ্গলবার বিকেলে স্বপ্ন পূরণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাও ইউসূফ আল আজাদের অবসরকালীন বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশের শিক্ষার অগ্রযাত্রা রোধ করতে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসএসসি পরীক্ষায় হরতাল-অবরোধ দিয়ে বিএনপি-জামায়াত দেশের ভবিশ্যত প্রজন্মকে অন্ধকারে রাখতে চেয়েছে। পেট্রোল বোমা মেরে নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী, দিনমজুর নির্বিচারে হত্যা করছে তারা। দেশবাসী বোমাবাজদের কখনো ক্ষমা করবে না। রাজাকারমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার শক্তিশালী হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান। ভাতগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাতের সভাপতিত্বে ও আ’লীগ নেতা ইমামুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আ’লীগের কার্যকরী পরিষদের সদস্য বদরুজ্জামান শামীম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, দোলারবাজার ইউনিয়ন আ’লীগের সভাপতি সায়েস্তা মিয়া, সাধারণ সম্পাদক গিয়াস মিয়া, এড. আলাউদ্দিন, এড. শাহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এড. ছায়াদুর রহমান ছায়াদ। বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা কৃপেশ চন্দ, আ’লীগ নেতা এইচএম ফজলল হক, উস্তার আলী, মখলিছুর রহমান, কন্ মিয়া, আরফত মিয়া, যুবলীগ নেতা শাজিল হোসেন বাবুল, শাহ আবু বক্কর, বিমান ঘোষ, কয়েছ আহমদ, মাহমুদ মিয়া, মুলিম উদ্দিন, ছাদ মিয়া, আব্দুল আলিম, ফরহাদ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, জুমেল আহমদ, মিঠু, হাফিজ, ঝিনুক, মেরিশ আলী, চুনু মিয়া, সাজুর আলী, ফয়জুল ইসলাম, ছাদেক মিয়া, তুহিন, পাপলু প্রমুখ। সভায় পবিত্র কোরআন তেলেওয়াত করেন শফিকুল ইসলাম শিপলু।