জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ২ হাজার শিক্ষার্থী সমন্বয়ে মানববন্ধনে জেলা প্রশাসক ॥ সরকার দুর্নীতি দমনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে

55

durnitee protirud pic‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ শীর্ষক শ্লোগানকে কেন্দ্র করে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সিলেট এর উদ্যোগে স্কলার্সহোমস শাহী ঈদগাহ শাখা’র প্রায় ২হাজার ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার নগরীর শাহী ঈদগাহে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল রাখতে হবে। দুর্নীতির কবলে পতিত হলে দেশের উন্নয়নের ধারা ব্যাহত হয়, ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। বর্তমান সরকার দুর্নীতি দমনের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুর্নীতির মূল উৎপাটনের লক্ষ্যে সরকারের এই কর্ম প্রচেষ্টায় সকলকে এগিয়ে আসতে হবে। একইসাথে ব্যাপক জনসচেনতা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও স্কলার্সহোমস এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জুবায়ের সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোঃ আবুল হাছান, উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমেদ, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সালাহ উদ্দিন, মোঃ নাজমুচ্ছায়াদাত, জুয়েল আহমেদ, মোঃ আবু সাঈদ, উপ-সহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকার, ওয়াহিদ মঞ্জুর সোহাগ প্রমুখ। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেট জেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় মানববন্ধন শেষে এক চিত্রাংকন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এতে স্কলার্সহোমস শাহী ঈদগাহ শাখার শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি