নিখোঁজের ২২ দিন পর জকিগঞ্জে বৃদ্ধের লাশ হাওর থেকে উদ্ধার

26
জকিগঞ্জে নিখোঁজ বৃদ্ধের লাশের ঘটনাস্থল পরিদর্শন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও ওসি হাবিবুর রহমান হাওলাদার।

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
নিখোঁজের ১২ দিন পর জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মজুমদারী হাওর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। বুধবার বিকেলে খলাছড়া ইউনিয়নের মজুমদারী হাওরের ধানক্ষেতে গলিত অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ওসি (ইনচার্জ) হাবিবুর রহমান হাওলাদার, ওসি (তদন্ত) মুমিনুল ইসলাম। উদ্ধারকৃত লাশটি জকিগঞ্জ ইউনিয়নের ভরনসুলতানপুর গ্রামের মৃত মজর আলীর ছেলে ফয়জুর রহমান (৬৫)।
জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানিয়েছেন, স্থানীয়রা হাওরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের খবর জানাজানি হলে ভরন সুলতানপুর গ্রামের নিখোঁজ বৃদ্ধ ফয়জুর রহমানের ভাতিজারাও ঘটনাস্থলে এসে লাশের কাপড় দেখে ফয়জুর রহমান ফয়জুল হকের লাশ বলে সনাক্ত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর ফয়জুর রহমান তার শ্বশুর বাড়ী কুলাকুটা গ্রাম থেকে হাতিডহরে বোনের বাড়ীতে যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় পহেলা ডিসেম্বর জকিগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেন তার ভাতিজা শহিদুল হক সুহেল।