যথাযোগ্য মর্যাদায় সিলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ॥ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে উন্নয়নের শত্রুদের প্রতিহত করতে হবে

335

DSC_0425 copyসারা দেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, র‌্যালী, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ইত্যাদি। সিলেটে পালিত বিভিন্ন কর্মর্সূচি :
১০নং ওয়ার্ড আওয়ামীলীগ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গত ২৬শে মার্চ রাতে ঘাসিটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন সাহাবুলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুর রহিম এর পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সদস্য মো. আব্দুল মুকিত। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তারেক উদ্দিন তাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল আলীম বাবু, আলাউদ্দিন সাজু, মামুনুর রশিদ, জমির উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের নেতা সৈয়দ মুহিবুর রহমান, আনিছুর রহমান বাবুলী, আব্দুল মুমিন, আলেক মিয়া, বিরাম মিয়া, আছমা বেগম, কুতুব উদ্দিন, দুলু মিয়া, গোলাম মোস্তফা, আবুল কাশেম বকুল, সামসুদ্দিন ফকির, মাসুক মিয়া, মাহবুবুর রহমান রাংগা, আনছার মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান হীরা, আব্দুল করিম, ইজ্জাদ আহমদ, রুপন আহমদ, বেলাল আহমদ, রাসেল আহমদ, জয়নাল আহমদ, রিন্টু কুমার দাস, দুদু মিয়া, ছায়েফ মিয়া, জানু বেগম, সবিতা রাণী দাস, কামরুল হক (মুক্তা), মালেক মিয়া, নিপেন্দ্র কুমার দাস, ফারুক মিয়া, শফিক মিয়া, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা ইফতে কামরুল তায়েফ, নেহজাব আহমদ শাফী, পারভেজ, তানজিল, রেজাউল করিম, জাকির, নাজমুল, বেলা দাস, মফিজুর রহমান, সুলতান মিয়া প্রমুখ।
ওসমান আইডিয়াল ইন্টাঃ স্কুল এন্ড কলেজ : ওসমান আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার স্কুল ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে।
প্রিন্সিপাল মোঃ আব্দুল খালিকের সভাপতিত্বে ও শিক্ষক নাজমুন নাহিদ এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুল ওয়াদুদ চৌধুরী, শিক্ষানুরাগী মোহাম্মদ দুলাল হোসেন, ব্যবসায়ী আলী হোসেন হাসনু, তারেক মিয়া, মুক্তিযোদ্ধা শামসুর হক, ব্যবসায়ী মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক আব্দুল মুহিত চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, মৌসুমী দেব।DSC_0506 copy
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাফিয়া বেগম, হাসিন বেগম, তামান্না বেগম, মাহবুব সিদ্দিকী পান্না, কানিজ শাহানা, আব্দুল মুবিন প্রমুখ।
বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানিয়েছেন : বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনীর পর উপজেলা সদরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্বনাথ ডিগ্রী কলেজ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক লীগ, কৃষক দল, শ্রমিক লীগ, শ্রমিক দল, যুবলীগ, যুবদল, স্বেচ্ছাসেবক লীগ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রলীগ, ছাত্রদল, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ প্রথম আলো বন্ধুসভা, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, পল্লী বিদ্যুৎ সমিতি, রশিদপুর জনমঙ্গল সমাজ কল্যাণ সংস্থা।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। উপজেলা পরিষদ মাঠে ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিসপ্লে প্রদর্শনীতে সিঙ্গেরকাছ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ম, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় ২য় ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে। সাংবাদিকদের স্মৃতি পরীক্ষায় প্রথমআলো-উত্তরপূর্ব ও বাংলাটিভির প্রতিনিধি প্রণঞ্জয় বৈদ্য অপু ১ম, ভোরেডাকের প্রতিনিধি জামাল মিয়া ২য় ও বাংলাদেশ সময়ের নূর উদ্দিন ৩য় স্থান অধিকার করেন।
দুপুরে উপজেলার প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান। কোরআন তেলাওয়াত করেন সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
বিকেলে উপজেলা প্রশাসন একাদ্বশ ও সুধী একাদ্বশের মধ্যে এক প্রতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু। এরপর বিশ্বনাথ থিয়েটারের সহ সভাপতি নবীন সোহেলর রচনায় কামাল মুন্নার নির্দেশনায় ‘নিষ্ক্রিয় বিবেক’ নাটক মঞ্চস্থ হয়।rosomoy pic
উপজেলা আওয়ামী লীগ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল আখতারের পরিচালনা অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
বিশ্বনাথ ডিগ্রি কলেজ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বনাথ ডিগ্রি কলেজে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ সিরাজুল হক। কলেজের অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে এবং প্রভাষক গোলাম মোস্তফার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক তাপসী চক্রবর্তী লিপি, বনানী চক্রবর্তী, অনভীর রায়, মোহাম্মদ সাহাদৎ হোসেন, শরীফ উদ্দিন, সঞ্জিত কুমার সাহা রায়। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আলম খান, আবদুর রব, আমিনা বেগম, শিরিনা আক্তার জারা, রাজা মিয়া। কোরআন তেলাওয়াত করেন অধ্যাপক মানিক মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক আবদুশ সহিদ।
হাজী জমির আহমদ উচ্চ বিদ্যালয় : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হাজী জমির আহমদ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল আখতারের সভাতিত্বে ও সহকারী শিক্ষক অজিৎ চন্দ্র দেব’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী জমির আহমদ, কমিটির সদস্য হিরা মিয়া, প্রধান শিক্ষক নাজির হোসেন ও সহকারি শিক্ষক শাহী গোলাম মোস্তফা।
কানাইঘাট থেকে সংবাদদাতা জানিয়েছেন : কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও তোপধ্বনির মাধ্যমে কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসের সূচনালগ্নে রাত ১২টা এক মিনিটে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ, জাতীয় পার্টি, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বাংলাদেশ শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সকাল ৯টায় কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম এসময় বাংলাদেশ পুলিশ, আনসার বিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মনোজ্ঞ কুচকাওয়াজ, শারীরিক কসরতের সালাম গ্রহণ এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বেলা ১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা পরিষদ মিলনায়তন হলে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, পৌর মেয়র লুৎফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিঃ জেমস্ লিও ফারগুসন নানকা, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, মাসুদ আহমদ, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, কাউন্সিলার ফখর উদ্দিন শামীম, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ. হান্নান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, সাবেক কমান্ডার গিয়াস উদ্দিন চৌধুরী। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধূলার আয়োজনের মধ্য দিয়ে কানাইঘাটে ৪৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা : বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা লালদীঘির পারস্থ মজলিস কার্যালয়ে শাখা সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মাওলানা সিরাজী বলেন, দেশে এখন মানুষের জান-মাল ও শিক্ষা ব্যবস্থা কোন কিছুই নিরাপদ নয়। একমাত্র খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। মাওলানা সিরাজী তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরো মজবুত করার আহবান জানান।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহানগর সহ-সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তফজ্জুল হক, প্রচার সম্পাদক মাওলানা আরিফুল হক ইদ্রিস, অফিস সম্পাদক হাফিজ কয়েস আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ রেজাউল হক, মো: আব্দুল গফফার, মাওলানা শাহিদুর রহমান, আতিকুর রহমান প্রমুখ।
হামদর্দ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ৪৫তম মহান স্বাধীনতা দিবস-স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গৌরবোজ্জ্বল বিজয়ের সোনালি দিন আজ। স্বাধীনতার বাঁধন হারা আনন্দের এই দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর জিন্দাবাজার, সোবহানীঘাট, উপশহর, সুবিদ বাজার, কদমতলী, দরগা গেইটসহ বৃহত্তর সিলেটের একুশটি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র থেকে এক যোগে সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত গরীব, অসহায় ও দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ এবং রুহ আফজা দিয়ে আপ্যয়ন করানো হইয়াছে।
সমগ্র বাংলাদেশে হামদর্দের চিকিৎসা কেন্দ্র থেকে এক যোগে এই কর্মসূচী পালন করা হইয়াছে। প্রতিটি চিকিৎসা কেন্দ্রে নিয়োজিত মহিলা ও পুরুষ চিকিৎসক গণ অত্যান্ত যত্মসহ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করিয়াছেন।
শিপন আহমদ, ওসমানীনগর থেকে জানিয়েছেন : সারা দেশের ন্যায় ওসমানীনগর উপজেলায় বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। ২৬শে মার্চ সকালে উপজেলা বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগে র‌্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলার গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে র‌্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার অধিকাংশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় গুলোতে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। সকাল ৯টায় উপজেলার ১৪৬ নং মোহাম্মদপুর সরকারী প্রাথিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন। সুয়েব আহমদ ও সহকারী শিক্ষক বশির আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা ইয়াসমিন। বক্তব্য রাখেন দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই মশাহিদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মশরব আলী, শিক্ষানুরাগী সদস্য রুহেল আহমদ, ভূমিদাতা আনোয়ার মিয়া, উমপুর ইউনিয়ন আ’লীগ নেতা আলাউর রহমান, ফারুক আহমদ, প্রবাসী শাহিন আহমদ, জগলু মিয়া, আকদ্দুছ আলী, আব্দুল কাইয়ুম তুতা, আব্দুল মান্নান, সমাজসেবক হেলাল আহমদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সঞ্চিতা দাস লক্ষ্মী, লিজা বেগম, লাভলী বেগম, সুয়েব আহমদ প্রমুখ। সভায় বক্তারা বিদ্যলয় প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম স্বাধীনতা দিবস পালন করে স্থানীয় বাসিন্দাদের একটি সুন্দর অনুষ্ঠান উপভোগ করার সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য বিদ্যালয় পরিচালনা কিমিটির সভাপতি আনোয়ার হোসেনকে ধন্যবান জানান। সভাশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী সুমাইয়া সিদ্দিকা, আবদ্দুল্লাহ সোয়েব ও আনিছা সিদ্দিকাসহ বিজয়ী শিক্ষার্থীদের  মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে স্থানীয় শিল্পীবৃন্দ। বিকাল ৩টায় উপজেলার গোয়ালাবাজারে উপজেলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন আ’লীগ নেতা এপতিয়ার হোসেন পিয়ার, আব্দুল মতিন চৌধুরী, পীর মজনু মিয়া, শাহ নুর রহমান শানুর, সৈয়দ নেছাওর আলী, ফেরদৌস খান, উপজেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক দিলদার আলী প্রমুখ। আলোচনা সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার হযরত শাহজালাল (রহ.) ফাযিল মাদরাসার পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয়ভাবে স্বাধীনতা দিবস সম্মাননা-২০১৫ অর্জন করায় তাঁকে এক সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়। মাদরাসার শিক্ষক মাওলানা অলিদুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সমাজ সেবক আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী, হাজী বাতির মিয়া প্রমুখ। সভায় কুরআন তেলাওয়াত করেন, জুনেদ আহমদ, ইসলামী সঙ্গীত পরিবেশন করে জাবেদ আহমদ।
ছাতক থেকে সংবাদদাতা জানিয়েছেন : ছাতকে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বরাবরের মত এবারো শিখা সতের ও ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসের প্রথম প্রহরে মাধবপুর ”শিখা সতের” স্মৃতিসৌধে ৩১বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর শিখা সতের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, প্রসাশনের পক্ষে ইউএনও মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, সভাপতি সৈয়দ হারুন অর-রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিমের নেতৃত্বে ছাতক প্রেসক্লাব, আপ্তাব উদ্দিনের নেতৃত্বে কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগ সহ বিভিন্ন ওয়ার্ড আ’লীগ, ওসি হারুন অর রশীদের নেতৃত্বে ছাতক থানা পুলিশ, ছাতক রাজমিস্ত্রী বহুমুখী সমবায় সমিতিসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে ছাতক পৌরসভা, উপজেলা আ’লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার ও আহ্বায়ক কমিটির প্রথম সদস্য শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, ইডেন একাডেমি, সিবিএ লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা, হোটেল মালিক সমিতি, স্বর্ণ শিল্পী মালিক সমিতি, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দিনব্যাপী সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক র‌্যালী, খেলাধূলা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
ছাতক উপজেলা প্রশাসন : সকালে মহসিন ফিল্ডে কুচকাওয়াজ, খেলাধূলা, পুরস্কার বিতরণী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সু-সজ্জিত পুলিশ, আনসার বাহিনী, বিএনসিসি, বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউটদল ও গার্লস গাইডের কুচকাওয়াজে আনুষ্ঠানিকভাবে সালাম গ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী অফিসার মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া ও থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ চৌধুরী। এ সময় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। শরীর চর্চা ও বিভিন্ন ইভেন্টে খেলাধূলা শেষে পুরষ্কার বিতরণী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে মহসিন মাঠে। সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন নিয়ে মহসিন মাঠে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমানের মাইকে ঘোষণাকে কেন্দ্র করেই বিশৃঙ্খল পরিস্থিতির অবতারণা ঘটে। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ত্রি-মুখী অশালীন আচরণ ও উত্তপ্ত বাক-বিতন্ডা শুরু হলে অনুষ্ঠানের ব্যাঘাত ঘটে। পরে উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে।
ছাতক পৌরসভা : ছাতক পাবলিক খেলার মাঠে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। পৌরসভার উদ্যোগে দিনব্যাপী মাঠে সকল পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়। খেলাধূলা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। চরেরবন্দ পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক মিয়ার সভাপতিত্বে ও ফকিরটিলা পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মিয়া লিটুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, পৌর কাউন্সিলর মাসুক মিয়া, ছাতক প্রেসক্লাবের সাধারণসম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কেতকী বঞ্জন আচার্য্য, নিজাম উদ্দিন, স্বপ্না রানী ভট্টাচার্য্য, অর্চনা কর, লিলি দে, চিত্রা ঘোষ, কাকলী দেবনাথ, শামীমা আক্তার, আম্বিয়া বেগম, আয়শা বেগম, ফাতেমা বেগম, জহুরা বেগম, কলি বেগম, ফারহানা বেগম প্রমুখ।
মল্লিকপুর মডেল হাইস্কুল : বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে খেলাধুলা শেষে বিকেলে বিদ্যালয় মাঠে ডিসপ্লে, অভিনয়, নৃত্য, ইংরেজীতে বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন, আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। ভাষা সৈনিক ও প্রবীন শিক্ষক ইমতিয়াজ আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল হকের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, বিদ্যালয়ের ভুমিদাতা গোলাম আম্বিয়া মাজকুর পাবেল। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী শরীফ আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু হেনা, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, আ’লীগ নেতা সাব্বির আহমদ। বক্তব্য রাখেন, স্থানীয় শমসর আলী, মুহিবুর রহমান, দেলোয়ার হোসেন, কবির আহমদ, আলী হোসেন, ইউপি সদস্য আব্দুস ছালাম, সেপিন আহমদ, ছাত্রলীগ নেতা শিপলু আহমদ।
কুমনা সরকারী প্রাথমিক বিদ্যালয় : সকালে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। পরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে খেলাধূলা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী কুটি মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক দুলাল হালদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর, রিসোর্স ইন্সষ্ট্রাকটর নজরুল ইসলাম, ্এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন তালুকদার। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, প্রধান শিক্ষক ফজলুল হক, আব্দুল মতিন, চুনি লাল দাস, ফকরুল ইসলাম, সাংবাদিক অসিত কুমার দাস, আমিনুল ইসলাম আজির, শিক্ষক ইমাদ উদ্দিন মানিক, প্রীতি রানী রায়, রিনা নিপ্তি, রাজনা বেগম, উষা রাণী, বিদ্যালয়ের পিটিএ সভাপতি হাফিজ আহমদ, আ’লীগ নেতা নজমুল হোসেন, ফয়জুল কবির লাকি, মুক্তিযোদ্ধা সন্তান আবু শামীম প্রমুখ। সভায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
গণদাবী পরিষদ : বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মোঃ আতাউল গণি ওসমানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া এবং হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত ও শহীদের প্রতি দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট মোঃ বদরুল ইসলাম, এম.এ গণি, মারিয়ান চৌধুরী মাম্মি, আছমা বেগম, আব্দুল মুমিন লাহিন, ডাঃ এ.এম শিহাব উদ্দিন, পারভেজ হাসান সাগর প্রমুখ।
২৬ মার্চ বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মৃণাল চৌধুরী, এডভোকেট আব্দুল ওদুদ, নজরুল ইসলাম চুনু, কাজি মোঃ সামছুল ইসলাম, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহিন, আছমা বেগম, মনিরা বেগম, হেনা বেগম, পারভেজ হাসান সাগর, সাহেদা পারভীন চৌধুরী, বিলকিছ নূর, ফারুক আহমদ, ডাঃ এ.এম শিহাব উদ্দিন।
পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ : নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করেছে পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ।
বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে শিক্ষিকা ইছমত হানিফা চৌধুরী সম্পাদনায় দেয়ালিকা বাংলাদেশ’র মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও স্বাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায়প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আনোয়ারুল হকের সভাপতিত্বে  ও শাহ জাকরিন এর পরিচালনায়   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএন টেকনোলজি বিভাগের অধ্যাপিকা ড. রাজিয়া সুলতানা।
বক্তব্য রাখেন সমাজসেবক আলাউদ্দিন আহমেদ মুক্তা, সাংবাদিক আব্দুল মালিক জাকা, প্রতিষ্ঠানের শিক্ষিকা ইছমত হানিফা চৌধুরী, ফাবিহা আহমেদ, প্রতিষ্ঠানের শিক্ষিক মিজানসহ শিক্ষিক-শিক্ষিকাবৃন্দ।
জেলা ও মহানগর ছাত্রদল : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে গোলাপঞ্জ উপজেলার বুধবারীবাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ছাত্রদল নেতা ওলি চৌধুরীর সভাপতিত্ত্বে ও জেলা ছাত্রদল নেতা বাছিত আহমদ এবং গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তাজুল ইসলামের যৌথ পরিচালনায়- আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদল নেতা ও জেলা তরুনপ্রজন্মদলের সভাপতি মোঃ লায়েক আহমদ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা ছাদেক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলনেতা মুন্না আহমদ, গোলাপগঞ্জ উপজেলা তরুণ প্রজন্মদল সভাপতি নাসির আহমদ আবেদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আজিজুল হক, জুরায়েজ চৌধুরী, তাজির আহমদ, আহমেদ মাজিদ, বিয়ানিবাজার উপজেলা তরুনপ্রজন্মদলের সদস্য সচীব সাইদুল ইসলাম প্রমুখ।
মুসলিম সাহিত্য সংসদ : ভাষা সৈনিক প্রফেসর মোঃ আব্দুল আজিজ বলেছেন, ১৯৭২ সালে স্বাধীনতা লাভের পর স্বাধীন নাগরিক হিসেবে আমাদের মাথাপিছু আয় ছিলো বছরে ৮২ ডলার। দিন দিন বৃদ্ধি পেয়ে এখন তা ১১৯০ ডলারে উন্নিত হয়েছে। এটা কোনভাবেই চাট্টিখানি কথা নয়। আমাদের দেশের দারিদ্র্যতার হার ৯২ শতাংশ থেকে ২৪ শতাংশে নেমে এসেছে। এসবই হলো আমাদের স্বাধীনতার ফসল। এ সকল অগ্রগতি আমাদের স্বাধীনতা অর্জনের ফলেই বাস্তবায়ন হয়েছে।  দেশের অন্যতম প্রাচীন সাহিত্য সংসদ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
গত বৃহস্পতিবার নগরীর দরগাহ গেইটস্থ সাহিত্য সংসদের ৮ম বইমেলা মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাহিত্য সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপনের পরিচানায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক আজিজুল হক মানিক। লেখক আলী আকরাম ছাবিতের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল, আনোয়ার হোসেন মিছবাহ প্রমুখ। সভায় দেশাত্মবোধক গান পরিবেশন করেন গীতিকার সাঈয়িদ শাহীন ও মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন দাদন। উল্লেখ্য, সকাল ১০টায় ২৬শে মার্চ উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক প্রফেসর মোঃ আব্দুল আজিজ, সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, সহ-সাধারণ সম্পাদকত দেওয়ান মাহমুদ রাজা চৌধূরী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুস সাদেক লিপন, কার্যকরী সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, শফিকুর রহমান চৌধূরী প্রমুখ।
গোয়ালাবাজার মহিলা কলেজ : সিলেট-২ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, ছাব্বিশে মার্চ জাতির আত্মপরিচয় অর্জনের দিন। পরাধীনতার শিকল ভাঙার দিন। স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধা জানাই বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সিলেটের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীসহ সকল মুক্তিযোদ্ধাদের। যাঁদের নেতৃত্বে বাঙালি জাতি অর্জন করেছে প্রিয় স্বাধীনতা। শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদেরকেও। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ত্রিশ লাখ শহিদ এবং দুই লাখ সম্ভ্রমহারা মা-বোনকে, যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে কাক্সিক্ষত বিজয়। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে স্বাধীনতার চেতনায় বড় করতে হবে। তাদেরকে মুক্তিযুদ্ধের সকল ইতিহাসের শিক্ষা দিতে হবে।
কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও কলেজ শিক্ষক ইব্রাহিম কয়েস ও রুহুল আমিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী নূরুর রহমান, আলাউর রহমান আলা, আব্দুল মতিন চৌধুরী, ওসমানীনগর থানার ওসি মো. মুরসালিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক নিশেন্দু পৌদ্দার, ক্রিপা সিন্দু দেব, মুজাম্মেল হক মৃধা, উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক ডা. আব্দুল মুমিন, জাপা নেতা সৈয়দুল ইসলাম সৈয়দ, তাজিদ বকস্ লিমন, আশিক মিয়া, নূরুল ছাদিক, জাহেদ আহমদ প্রমুখ।
জাতীয় পার্টি : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে (২৬ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী শহীদ মুক্তিযোদ্ধদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। ২৬ মার্চের প্রথম প্রহর বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী, জেলার সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক খান, আহসান হাবিব মঈন, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, মহানগর জাপার সাবেক যুগ্ম আহবায়ক মৌলভী আবুল কালাম দুলাল আহমদ, জাপা নেতা নাজমুল ইসলাম, জাপা নেতা বাশির আহমদ, দৌলা মিয়া, ফয়সল আহমদ, তাজ উদ্দিন এপলু, আবুল কালাম আজাদ, জেলা মাহলা পার্টির সভানেত্রী নাহিদা আক্তার, কয়েস আহমদ, জাহাঙ্গির, ফয়েজ আহমদ প্রমুখ।
জেলা ও মহানগর বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ : মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা ও মহানগর বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের নেতৃবৃন্ধ। ২৬ মার্চ প্রথম প্রহরে শহীদদের প্রতি সম্মান ভালোবাসা রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের আহবায়ক নুর আহমদ কামাল, জেলা সহ সভাপতি মারুফ আহমদ, মহানগর সদস্য সচিব বিমল চন্দ্র দাস, জেলা সহ প্রচার সম্পাদক মোঃ আসাদ মিয়া, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ নেতা আনোয়ার হোসেন, সিদ্দিকুর রহমান, মোঃ অন্তর, আবুল, আনসার, রুমান আহমদ ঈবান, রফিক আহমদ, সিরাজুল ইসলাম, মানিক মিয়া, রাজিব আহমদ, নুর আলম, ফয়ছল আহমদ, সুহেল আহমদ, রুহেল আহমদ প্রমুখ।
সিলেট সেন্ট্রাল কলেজ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  সিলেট সেন্ট্রাল কলেজের আলোচনা সভা অনুষ্ঠিত। নগরীর পুরানলেনস্থ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজের চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম এর সভাপতিত্বে ও একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং মাজেদা বিনতে সালেহ”র যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকি। আরো বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য সিদ্দিক আহমদ খালেদ, জাহিদ হোসাইন ,আক্কাস আলী, শাহনেওয়াজ খান প্রমুখ।
বলদী আদর্শ উচ্চ বিদ্যালয় : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল মেহেদী তালুকদার এর পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজিয়া খানম, জিলাল আহমদ, রহিমা আক্তার লিনা, মোঃ সৈয়দুর রহমান জীবন, ফৌজিয়া বেগম, ওয়ারিছ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সহযোগী সদস্য শরীফ আহমদ, জাকির আহমদ ও সুহেল আহমদ, ছাত্রদের পক্ষে সুমন আহমদ প্রমুখ। দেশাত্মক বোধক গান পরিবেশন করেন ৮ম শ্রেণীর ছাত্রী তামান্না বেগম তমা। কবিত পাঠ করেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী হাফসা বেগম ও ছাত্র মাসুম আহমদ আকাশ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দেয়াল পত্রিকার উদ্বোধন করা হয়।
সেক্টর কমান্ডারস ফোরাম : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ বৃহস্পতিবার সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগ কর্তৃক ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। সকাল ৮:৩০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত ৪টি বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় ধোপাদীঘিরপারস্থ ‘মা’ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সহ-সভাপতি মারিয়ান চৌধুরী, জেলা সভাপতি এডভোকেট বন্ধু গোপাল দাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দিন আহমদ, মহানগর সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী, জুবের, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট শহীদুল হক তালুকদার, এডভোকেট হোসেন আহমদ, ধ্র“ব গৌতম, স্বপ্না বেগম, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবু সাঈদ আব্দুল্লাহ, এডভোকেট সালমান উদ্দিন, শ্রমিক নেতা আব্দুস ছত্তার, মাহমুদা আক্তার রুবী, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বালাগঞ্জ কমিটির নেতা আশরাফ আলী, মহিলা কমিটির সভানেত্রী শামসুন্নাহার মিনু, কুমার গনেশ পাল, এডভোকেট জয়জিত আচার্য্য, হাসনা হেনা চৌধুরী, মাধুরী গুণ প্রমুখ।
সভায় চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অংশ গ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। ‘ক’ বিভাগে (প্লে থেকে ৩য় শ্রেণী) ১ম মোঃ আফজাল হোসেন রাফি, ২য় নুবায়শা ইসলাম, ৩য় প্রিয়ন্তী দাস পূর্ণম। ‘খ’ বিভাগে (৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণী) ১ম সৈম্য দাস অনর্বব, ২য় সুপার্স মালাকার, ৩য় রাইসা আমিন চৌধুরী, ‘গ’ বিভাগে (৭ম থেকে ১০ম শ্রেণী) ১ম মোঃ আইরিন শর্মি, ২য় অভিনন্দন কুন্ডু, ৩য় রুহিয়াৎ রফিকী চেলসী ‘ঘ’ বিভাগে (একাদশ শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়) ১ম ফাতেমা খাতুন, ২য় তাসলিমা আক্তার, ৩য় মোঃ আব্দুল মালিক নোবেল।
সভায় বক্তাগণ মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং কুখ্যাত যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহবান জানান।
আল-আজম হাইস্কুল এন্ড কলেজ : বিশ্বনাথ উপজেলাধীন আমতৈলস্থ ঐতিহ্যবাহী আল-আজম হাইস্কুল এন্ড কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৬শে মার্চ ‘‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৫’’ উদযাপিত হয়েছে।
আল-আজম হাইস্কুল এন্ড কলেজ এর ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, গভর্ণিং বডির সদস্যবৃন্দ ও এলাকার শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের স্বত:স্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে উদযাপিত অনুষ্ঠান মালায় ছিল-পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শপথ বাক্য পাঠ, কুচকাওয়াজ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
সহকারী শিক্ষক জনাব জহিরুল এর পরিচালনায় আল-আজম হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ কুতুব উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন গভর্ণিং বডির সভাপতি হাজী নূরুল ইসলাম সাহেব। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন গভর্ণিং বডির সদস্য খসরু মিয়া, মোঃ বজলুর রশিদ, আশরাফুল হক মেম্বার, শুভানুধ্যায়ী সাহেদ আহমদ, বেলায়েত হোসেন, কাওছার আহমদ, শিক্ষক নজরুল ইসলাম, মোজাম্মেল হক, এ,টি,এম মাহবুবুর আলম, নাসিমা খাতুন, আব্দুল্লাহ আল মামুন, মরিয়ম বেগম, মোঃ আলমগীর, রেজাউল করিম, সীতা দেব ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।
বাংলাদেশের মুক্তি-সংগ্রাম ও স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। স্কুল এন্ড কলেজের শিক্ষক বৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল মুকিত, আব্দুল হাই, আপেলা বেগম, সহকারী প্রধান শিক্ষক শ্যামল কান্তি ঘোষ, শিক্ষক মৃনাল কান্তি দাস। আলোচনা সভা শেষে সভাপতি ও প্রধান অতিথি বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সুরমা লায়ন্স ক্লাব : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ  মিনারে ফুল দিয়ে শ্রদ্বা জানিয়েছেন সুরমা লায়ন্স ক্লাবের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সুরমা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন এডভোকেট নার্গিস সুলতানা, আইপিপি লায়ন খাইরুননেছা শেলী, ভাইস প্রেসিডেন্ট লায়ন হেলেন আহমদ, ভাইস প্রেসিডেন্ট লায়ন বিলকিস নুর, জয়েন্ট সেক্রেটারী লায়ন সাবিনা আনোয়ার, লায়ন সাহেদা পারবিন চৌধুরী, লায়ন নাজনিন হোসেন, লায়ন আসমা কামরান, লায়ন মাহমুদা সুলতানা প্রমুখ।
জগন্নাথপুর থেকে সংবাদদাতা জানিয়েছেন : জগন্নাথপর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতিয় দিবস উদযাপিত হয়েছে। সন্ধ্যায় স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা সমাপ্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা শিল্পকলা একাডেমীর অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, সাংষ্কৃতিক সংগঠক আবু সুফিয়ান ঝুনু, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান প্রমুখ পরে উপজেলা শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পীগোষ্ঠী, শাহি আকার শিল্পী গোষ্ঠি, ভয়েসষ্টার ব্যন্ডদলের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক অনন্ত পাল। সকালে ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়াম মাঠে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীর চর্চ্চা প্রর্দশন করে। দুপুরে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ুম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির,যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক শাকুর ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন, আব্দুল হক, আব্দুল কালাম আজাদ ও আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ প্রমুখ। এছাড়াও জগন্নাথপুর আর্ট স্কুলের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে আর্ট স্কুল থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় আর্ট স্কুলের অধ্যক্ষ প্রণব বণিক, শিক্ষক জুনেদ আহমদ সজল, শুভ্র রায়, শিপা বেগম ও পিংকি বেগম উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালী ও দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা হরমুজ আলী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা বীরেন্দ্র কুমার দে, আব্দুল জব্বার, সুজিত রায়, মুক্তাদীর আহমদ মুক্তা, সিরাজুল ইসলাম, নুরুল করিম, আব্দুল মালিক, সৈয়ধ সাব্বির আহমদ, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান মুরাদ ,সৈয়দ মনোয়ার আলী, ছদরুল ইসলাম, মনু মোহাম্মদ মতছির, মিজানুর রহমান মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন লালন এম ফজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত প্রমুখ।
দিশারী কিন্ডারগার্টেন : দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের কাছে আমারা চিরঋণী। তাদের এ ঋণ শোধ করার নয়। তাদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব। মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি।
তিনি গত ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর কোনারপাড়া দিশারী কিন্ডারগার্টেন আয়োজিত আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দিশারী কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা হেলাল উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এবং তরুণ সমাজসেবী কাওছার হামিদ ফয়েজ ও পারভেজ আহমদ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসার গভর্ণিং বডির সদস্য সমাজসেবী আতাউর রহমান আতা, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সদস্য, দৈনিক সিলেট সুরমা স্টাফ ফটো সাংবাদিক এম.এ খালিক, দক্ষিণ সুরমা তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি এইচ.এম খালেদ, আখতার মিয়া কিন্ডারগার্টের প্রধান শিক্ষক মোল্লা মেছের আলী, বিশিষ্ট মুরুব্বী সাবেক মেম্বার আলাউদ্দিন, আব্দুল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রহিম আলী, মুহিব আহমদ, উসমান উদ্দিন, জুনুর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষিকা মালেকা ইসলাম, শিক্ষিকা আছমা বেগম, রুবেনা বেগম, ফারহানা আক্তার, আবিদা জান্নাত, হালিমা বেগম, হাজেরা ইসলাম, রহিমা আক্তার, বিকাশ রায়, মাছুম আহমদ। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল আহাদ, শাহরিয়ার কবির মুন্না, শাকিল আহমদ, ইমন আহমদ, জুমায়েল আহমদ জিসান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলী হায়দার সুলতান। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ : সিলেট জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ ৯ মাস পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করা হয়েছে। যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ অনেক এগিয়ে গেছে। স্বাধীনতা বিরোধী শক্তি তা বাধাগ্রস্ত করা চেষ্টা করছে। আমাদেরকে এই কুচক্রী মহলের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।
তিনি গত ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, আওয়ামীলীগ নেতা আজম খান, সিলেট মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য, সাবেক কাউন্সিলর আছমা বেগম। বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল ময়না, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সামাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তকা খান, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল খান, সহ প্রচার সম্পাদক রাসেল আহমদ, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল, সদস্য শামসুল ইসলাম, রাখাল দেব, শাহজাহান খান, জামাল আহমদ, আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন, আজমল হোসেন, এ.এইচ জামান মানিক, কৃষকলীগ নেতা শামীম কবির, মুক্তিযোদ্ধা সংকারাম বিশ্বাস, ২৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি গুলজার আহমদ জগলু, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি টুটুল মাহমুদ মান্নান, সহ-সভাপতি জনি দেব, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, প্রচার সম্পাদক রুবেল আহমদ, হিমেল কান্তি দেব, মোঃ আমিন আহমদ, মাহবুবুল আলম মজনু প্রমুখ। দিবসে শুরু আলমপুরস্থ শহীদ মিনারে ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সিলেট গ্রীণ : স্বাধীনতা অর্জন করা যত কঠিন তা রক্ষা করা আরও কঠিন। স্বাধীনতার ৪৪ বছর পরেও একটি মহল স্বাধীনতাকে অস্বীকার করে চলেছে। আজকে সময় এসেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। বক্তারা আরো বলেন তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন প্রজন্ম স্বাধীনতার বিভিন্ন ইতিহাস যানতে পেরেছে, তাই তারা স্বাধীনাতা পক্ষে শক্তি হয়ে ইতো মধ্যে আন্দোলন শুরু করেছে। রোটারী ক্লাব অব সিলেট গ্রীণ’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও ২০০ তম নিয়মিত সভায় বক্তারা এসব কথা বলেন।
বৃহস্পতিবার রাতে সিলেট প্রেস ক্লাব হলরুমে রোটারী ক্লাব অব সিলেট গ্রীণের সভাপতি রোটারিয়ান শেখ নুরুল ইসলামের খালেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী আতাউর রহমান ভূঞার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন এমপি এইচ এফ ও মুক্তিযোদ্ধা রোটারিয়ান এম এ মালেক, পিএইচএফ রোটারিয়ান জাকির আহমদ, আরএফএসএম রোটারিয়ান সৈয়দ শামীম আহমদ, আরএফএসএম রোটারিয়ার আব্দুল কালাম আজাদ খান, আরএফএসএম রোটারিয়ান আব্দুল হাদি তুহিন, আরএফএসএম রোটারিয়ান মাহবুব হোসেইন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা মিজানুর রহমান মিটু, রোটারিয়ান এ জে মাসুদ রানা, রোটারিয়ান হায়দার বক্স, রোটারিয়ান হরিপদ দে, রোটারিয়ান আব্দুল খানিক, রোটারিয়ান মিটু দাস, রোটারিয়ান তৌহিদুর রহমান রাসেল, রোটারিয়ান শান্তি রানী সিনহা। স্বাধীনতা দিবসের আলোচনা সভা শেষে ক্লাবের পক্ষ থেকে গরীব অসহায় একজন পঙ্গু রোগীকে কৃত্রিম পা প্রদান করা হয়।
হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি : সিলেট প্রেসক্লাবে সাবেক সভাপতি, দৈনিক পুণ্যভূমি’র সম্পাদক মুকতাবিস উন নূর বলেছেন, মহান স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা আমাদের অহংকার। স্বাধীনতার গৌরবে উজ্জীবিত হয়ে আমাদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। মানবতার কল্যাণে চিকিৎসক সমাজ সব সময়ই আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে সমাজের দরিদ্র বঞ্চিত মানুষরা আশার ভরসা খোঁজে পাবে।
তিনি গত ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির উদ্যোগে এবং হ্যানিম্যান হোমিওপ্যাথি ছাত্র সংগঠনের সহযোগিতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সভাপতি ডাঃ মোঃ ইমদাদুল হক এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ডাঃ সাজ্জাদুর রহমান ও  ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক মামুন অর রশীদ এর যৌথ পরিচালনায় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হক, অধ্যাপক ডাঃ এম.এন আলী, সিনিয়র সহ-সভাপতি ও মেডিকেল অফিসার ডাঃ মুজিবুর রহমান, সহ-সভাপতি প্রভাষক ডাঃ লবিবুর রহমান, প্রভাষক ডাঃ মালা রাণী দে, ও ডাঃ রুহুল আমীন, সাধারণ সম্পাদক প্রভাষক ডাঃ নাজমুল হক, সহ-সাধারণ সম্পাদক ডাঃ এম.এস. আর জাহিদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ কামাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ আবুল হোসেন, সহ-মহিলা সাংগঠনিক সম্পাদিকা ডাঃ স্বপ্নারাণী আচার্য্য, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ শাকিল মুরাদ আফজল, সিনিয়র সহ-সভাপতি ডাঃ সাদিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ ওবায়দুল হক মুন্সী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ছাত্র সংগঠনের সহ-সাধারণ সম্পাদক খালিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খন্দরকার শরফ উদ্দিন, অর্থ সম্পাদক ফরহাদ আহমদ, মহিলা সাংগঠনিক সম্পাদিকা রোকশানা বেগম, এম.কে চৌধুরী, কলেজ শাখার সহ-সভাপতি মঈন উদ্দিন জালালী, সাধারণ সম্পাদক অমল সেন, সহ মহিলা সম্পাদিকা বেনা রাণী বিশ্বাস, হালিমা হোসেন টুম্পা, ফারজানা ইসলাম প্রমুখ।
পাইলট উচ্চ বিদ্যালয় : সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাত্রদের অংশ গ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত ২৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফৌজিয়া আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) তৃপ্তি দেবী, (দিবা) মোঃ জহুর আহমদ, সহকারী শিক্ষক মোঃ আজিজুর রহমান, হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী, হাবিবুর রহমান, বিপ্লব নন্দি, শওকত হোসেন, হবিধন সূত্রধর, বাদল চন্দ্র বর্মন, প্রতিভা ত্রিবেদী, এমদাদুল ইসলাম, মহিম লাল নাথ, মুহা. আবু রায়হান, ইকবাল মাসুদ, মরিয়ম জাহান, মোহাম্মদ মাসুক মিয়া, রওনক সিনহ, আ.খ.ম ফারুক আহমদ প্রমুখ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে সিলেট জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজে সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন করে।
খুর্শিদ আলী উচ্চ বিদ্যালয় : সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহজ্ব আশফাক আহমদ বলেছেন, স্বাধীনতা কারো দয়ায় অর্জিত নয়, ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সাথে ৯ মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। দুঃখের বিষয় যার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী চক্রের হাতে তাঁকে নির্মম ভাবে প্রাণ দিতে হয়েছে। তারপর এই স্বাধীন দেশে শুরু হয়েছিল জুলুম-শোষণ। যারা ক্ষমতায় এসেছিল জনগণকে বোকা বানিয়ে জনগণের সম্পদ লুণ্ঠন করেছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াকে স্বাধীনতা বিরোধী শক্তি আবার বাধাগ্রস্ত করছে। এদেরকে প্রতিহত করতে হবে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মোগলগাঁও ইউনিয়নের খুর্শিদ আলী উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ কবির হোসেন, এফআইভিডিবি’র কর্মসূচী পরিচালক জাহিদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনটি নেতা হাজী আব্দুল মালিক আজির, আব্দুল মালিক মানিক মিয়া, প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, বিশিষ্ট মুরব্বী বাবুল মিয়া, বাদশা মেম্বার, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, প্রবাসী গোলাম রব্বানী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ জিয়াউল হক।
গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা : গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুল স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলেচনা সভা। বিদ্যালয়ের অধ্যক্ষ সুকৃতি দেবনাথের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাহেদুর রহমানের পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট চিত্রশিল্পী বাইস মোহাম্মদ আব্দুল কাদির। বিশেষ অতিথির বক্তব্য দেন অভিভাবক প্রতিনিধি মোঃ শামসুল হুদা, মোঃ আব্দুল জলিল, সহকারী শিক্ষক একেএম এনামুল হক সুহেল, মাওলানা মুহিবুল আলম চৌধুরী, সহকারী শিক্ষিকা হাওয়া আক্তার, স্বপ্না রানী শর্ম্মা, হারুন বেগম, হাসিনা বেগম, কুলসুমা বেগম রেবিন, মিতালী চন্দ প্রমুখ। অনুষ্ঠানে স্বাধীনতার উপর অংকিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ২৪জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।
সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ : মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার ২৬ মার্চ সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, প্রফেসর ড. মোঃ নজরুল হক চৌধুরী বলেন, ব্রিটিশ শাসনের পর ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। কিন্তু পাকিস্তান রাষ্ট্রটির ভৌগলিক অবস্থান ভিন্ন ছিল। একদিকে ছিল পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এবং অন্য দিকে ছিল পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান। ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ট আসন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামীলীগ পেয়েছিল। কিন্তু পশ্চিমা শাসকরা তাকে ক্ষমতায় আরোহণ করতে দেয়নি। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের শহীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে হবে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নিতে হবে। আমরা যদি ধর্ম, বর্ণ, গোত্র ও নানা মতবাদ ভুলে গিয়ে শুধু দেশের স্বার্থে এককাতারে মিলিত হতে পারি, তাহলেই সূচিত হবে নতুন বাংলাদেশের।
উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন শিক্ষিকা ভারতী দাস।
শিক্ষিকা রোকসানা খানম নেভী এবং আকিব ও সাওদার যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মোঃ আবুল মনসুর, সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক সৈয়দ ইমরান আহমদ, রোজি নেওয়ার, ওয়াহিদা বেগম, মনোয়ারা আক্তার ফারহানা সহ স্কুলের অভিভাবক, শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে অষ্টম শ্রেণীর ছাত্র সাইফুল্লাহ বিন কাদের।
ফরিদ গাজী স্মৃতি সংসদ : নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গাজীবাড়ী জামে মসজিদে গতকাল শুক্রবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে মুক্তিযুদ্ধে নিহত মকল শহীদদের প্রতিশ্রদ্ধা জানিয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর পুত্র শাহনেওয়াজ মিলাদ গাজী। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল বারিক, আলাল মিয়া, নেছার মিয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, পৌর আওয়ামীরীগ নেতা এটি এম রুবেল, আমিনুল, লিংকন, আরজু মিয়া, মোঃ হারুন খান। মোনাজাত পরিচালনা করেন মৌলানা ছালিম আহমদ। মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় চার নেতা, প্রয়াত অর্থ মন্ত্রী এস এ এম এস কিবরিয়া, প্রয়াত সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী ও সকল শহীদদের জন্য দোয়া করা হয়।
জকিগঞ্জ থেকে সংবাদদাতা : একাত্তরের মহান শহীদদের প্রতি সম্মিলিতভাবে জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে। বিগত কয়েক বছর থেকে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক-সামাজিক সংগঠন পৃথক শহীদ মিনারে পুষ্পাঞ্জলি নিবেদন করে আসছিলো। কিন্তু এবার উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ এ ব্যাপারে আগে থেকেই আলোচনা করে ২৬ মার্চের প্রথম প্রহরে একসাথে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা  ও পৌর আওয়ামীলীগ, জকিগঞ্জ সংবাদ ও জকিগঞ্জ টুডে পত্রিকা, উপজেলা শ্রমিকলীগ ও অন্যান্য সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসার নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডা হাজী খলিল উদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, ওসি সফিকুর রহমান খানের নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশ, সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, সুপ্রিম কোর্টের এডভোকেট মোস্তাক আহমদ, আওয়ামীলীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক মোস্তাকিম হায়দার ও মহিলা আওয়ামীলীগ সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট, জকিগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক রহমত আলী হেলালী, আহমেদুল হক চৌধুরী বেলাল, আতিকুর রহমান মনির নেতৃত্বে জকিগঞ্জ সংবাদ, জকিগঞ্জ টুডে পত্রিকার সম্পাদক শ্রীকান্ত পাল ও উপ-সম্পাদক আল হাছিব তাপাদারের নেতৃত্বে জকিগঞ্জ টুডে পত্রিকা, উপজেলা শ্রমিকলীগ সভাপতি কামরুজ্জামান কমরুর নেতৃত্বে উপজেলা শ্রমিকলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।
জেলা শ্রমিক লীগ : ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা শ্রমিক লীগ ও সিলেট জেলা ব্যাটারীচালিত অটোরিক্সা শ্রমিক লীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদানে উপস্থিত ছিলেন প্রকৌশলী এজাজুল হক এজাজ, মো. বোরহান উদ্দিন ভান্ডারী, মো. শাহ আলম ভুইয়া, মো. আব্দুল জলিল, মো. মাসুক করিম জুয়েল, মো. আব্দুল করিম, মহ্সিন আলী নুনু, শেখ রাশেদ, মো. মোক্তার আহমেদ, মো. আব্দুল সোবহান, আব্দুর রশিদ, মো. গোলাম মোস্তফা, মো. সেলিম মিয়া, মো. সিরাজ উদ্দিন, মাহবুবুর রহমান রাংগা, মো. তাহের আলী, মজিব মিয়া, সিরাজ মিয়া, মো. আংকেল, মমিনুর ইসলাম প্রমুখ।
ছাত্র মজলিস সিলেট মহানগর : খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি অধ্যাপক বজলুর রহমান বলেন, দেশ আজ চরম সংকটে জর্জরিত। দেশে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। আমাদের দেশ স্বাধীন রাষ্ট্র হলেও পরাধীন দেশের মতো হত্যা, গুম, জুলুম, নির্যাতন সহ নানা ধরনের নৈরাজ্য বিদ্যমান রয়েছে। আজ দেশের মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। মানুষ ইচ্ছা করলেও অন্যায়ের প্রতিবাদ করতে পারছেনা। ছাত্রদের অপশিক্ষার জন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সমূহ ছাত্রদের খুনে রঞ্জিত হচ্ছে। দেশের দ্রব্য মূল্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। ফলে দেশের সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবন যাত্রায় হিমশিম খাচ্ছে। এহেন অবস্থায় দেশে অরাজকতা বিদ্ধমূল রয়েছে। এজন্য মানুষ ভুলেগেছে স্বাধীন বাংলাদেশের কথা যা কখনো কোন স্বাধীন রাষ্ট্রের জন্য কাম্য হতে পারে না। তাই দেশের মানুষ আজও প্রকৃত পক্ষে স্বাধীনতার সোপান পার হতে পারেনি। তিনি আরও বলেন, ছাত্র মজলিসের প্রতিটি জনশক্তিকে দেশের স্বাধীনতার মান সমুন্নত ও আদর্শ দেশ গঠনে কাজ করে যেতে হবে। গতকাল ২৬শে মার্চ ’১৫, বৃহস্পতিবার, মহানগর মজলিস কার্যালয়ে ছাত্র মজলিস সিলেট মহানগর কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মহানগর সভাপতি মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহীন এর পরিচালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেটÑময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক জাবেদুল ইসলাম চৌধুরী, সিলেট মহানগরীর সাবেক সভাপতি মুজিবুর রহমান, সিলেট পূর্বজেলা সভাপতি মুহাম্মদ খায়রুল ইসলাম, পশ্চিম জেলা সভাপতি আহমদ মাহফুজ আদনান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারী মুহাম্মদ রুহুল আমীন, পশ্চিম জেলা সাবেক সেক্রেটারী মুহাম্মদ আব্দুর রহিম, সিলেট মহানগরীর সাবেক বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ এনামুল হক, মহানগর অফিস ও প্রচার সম্পাদক সৈয়দ মানছুরুল হাসান, আফজাল হোসাইন কামিল, জাকির হোসেন সাইদ, ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ, মুহাম্মদ ফখরুল ইসলাম, মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আব্দুর রব, মুহাম্মদ সাইফুল ইসলাম জলিল, লিটন আহমদ জুম্মান, এহসানুল ইসলাম মুসা প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা জানিয়েছেন : দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
গত বৃহ¯পতিবার প্রত্যুষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।
পরে সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শান্তিগঞ্জস্থ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবাদত হোসেনের নেতৃত্বে সকল শহীদের স্বরণে পু®পস্তবক অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি-আমিন, উপজেলা প্রকৌশলী আলা উদ্দিন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার আহমদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
পরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমানের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলার আব্দুল মজিদ কলেজ, আব্দুল মজিদ রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব, উপজেলা ছাত্রলীগ, উপজেলা ক¤িপউটার ফেয়ার ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ পু®পস্তবক অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, উপজেলা উজানীগাও গ্রামের সমাজসেবী লন্ডন প্রবাসী নানু খান, আব্দুল মজিদ কলেজের প্রভাষক নিহার রঞ্জন তালুকদার সহ কলেজের ছাত্র/ছাত্রীবৃন্দ, উপজেলা ক¤িপউটার ফেয়ার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সাংবাদিক সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নুর হোসেন, যুগ্ম-আহবায়ক আল মাহমুদ সোহেল, বিশ্বজিৎ দাস সহ প্রমূখ।
সকাল ৮টা ৪৫ মিনিটে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা স্কুল এন্ড কলেজ মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে শান্তির পায়রা উড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবাদত হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন।
সকাল ৯টায় পাগলা স্কুল এন্ড কলেজ মাঠে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় পাগলা স্কুল এন্ড কলেজ মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।
সকাল সাড়ে ১০টায় পাগলা স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও যোদ্ধাহত পরিবার সদস্যকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা ও আলোচনা সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে, রথপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী ও রনসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ সভাপতি হাজী তহুর আলী, নুর খান, মাওঃ আব্দুল কাইয়ূম, সাধারণ স¤পাদক আতাউর রহমান, যুগ্ম-সাধারণ স¤পাদক জসিম উদ্দিন, আবাব মিয়া, সহ প্রচার স¤পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি ফয়জুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম রেজা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ স¤পাদক আশরাফ আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মনসুর আলম সুজন, শাহিন মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন সহ প্রমূখ।
পরে বিকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগ : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগের উদ্যোগে রাতের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রজন্মলীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শাখার সভাপতি মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত এম বাবর লস্কর, মহানগর শাখার সভাপতি শেখ তোফায়েল আহমদ সেফুল, মহানগর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মামুন আহমদ, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ইসলাহ উদ্দিন বাবলু, জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মহিউদ্দিন মহি, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, তারেক আহমদ, মাহমুদ হোসেন খান, সাবেল আহমদ, এজাজ আহমদ, আবু বকর, রকি দেব, আব্দুল মালেক, রোকন আহমদ, তাহের আহমদ, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটা জাতি যখন স্বাধীনতা যুদ্ধে নামে, তার মধ্যে একটা চেতনা জন্মলাভ করে, মুক্তির আকাক্সক্ষা সৃষ্টি হয়। যে আকাক্সক্ষার বৃত্তিতে এই দেশে ৩০লক্ষ মানুষ রক্ত দিয়ে সাড়ে ৭কোটি মানুষ জীবন বাজি রেখে সংগ্রাম করলো, স্বাধীনতার ৪৩ বছর পরও জনগণের সেই আকাক্সক্ষা, সেই চেতনা বাস্তবায়ন হয়নি। বরং মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ শাসন করে দেশকে আজ ভয়াবহ সংকটে এনে দাঁড় করিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষক কিন্তু বিএনপি জিয়াউর রহমান কে স্বাধীনতার ঘোষক বলে মিথ্যাচার করে দেশের নতুন প্রজন্মকে ও জাতিকে বিভ্রান্ত করছে। ৪৩ বছর পরও জামায়াত বিএনপি আবরো ৭১এর মত মানুষকে পুড়িয়ে, বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সুযোগ্য কন্যা দেশরন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা নতুন করে গড়ে তুলতে হবে।