মুক্তিযোদ্ধা শব্দ শিল্পী ড. অরূপ রতন চৌধুরীর গণসংবর্ধনায় মোর্শেদ আহমদ চৌধুরী ॥ গুণী জনের কদর দিলে গুণী জন্মায়

37
মুক্তিযোদ্ধা শব্দ শিল্পী ড. অরূপ রতন চৌধুরী গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোর্শেদ আহমদ চৌধুরী বলেছেন, গুণী জনের কদর দিলে গুণী জন্মায়। সিলেটের কৃতি সন্তান ড. অরূপ রতন চৌধুরী সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার একুশে পদকে ভূষিত করেন তিনি শুধু সিলেটবাসীর নন সারা বাংলাদেশের গৌরব। গুণী মানুষকে সম্মান করা আমাদের সামাজিক দায়িত্ব তিনি এ মহতি উদ্যোগকে স্বাগত জানান কারণ এর মাধ্যমে এ গুণীজনের জীবন ও কর্ম ফুটে উঠবে। ড. অরূপ রতন চৌধুরী সংবর্ধনা পরিষদ আয়োজিত রবিবার সন্ধ্যায় সিলেট সরকারি মহিলা কলেজ মিলনায়তনে একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শব্দ সৈনিক ড. অরূপ রতন চৌধুরীর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহ.হায়াতুল ইসলাম আকঞ্জির সভাপতিত্বে ও সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ এর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ড. অরূপ রতন চৌধুরী। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলার কনসালটেন্ট ডা. নুরুল হুদা নাঈম, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গাজী মো. জাফর সাদেক কয়েছ গাজী, জেলা পরিষদের প্যানেল চেযারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি পুলিন রায়, যুব সংগঠক সংবর্ধনা কমিটির সদস্য সচিব আফিকুর রহমান আফিক, হেলাল আহমদ, অধ্যক্ষ মিহির মোহন দেব, জয় বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি হরিপদ চন্দ।
সংবধিত অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে পুষ্প ও যুব কল্যাণ সংস্থা, সিলেট যুব উন্নয়ন পরিষদ, সিলেট আলোকিত যুব কল্যাণ সংস্থা, হলিহার্ট যুব উন্নংয়ন সংস্থা, বঙ্গবন্ধু লেখক পরিষদ, কুশিঘাট আলোকিত যুব সংস্থা, ভোরের কাগজ পাঠক ফোরাম, চড়া পরিষদ, চিরন্তন মাদক ও যৌতুক বিরোধী সংগঠন, প্রযুষ, আকিলপুর গ্রামবাসী, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবির উদ্দিন চৌধুরী ও গীতা থেকে পাঠ করেন সুনির্মল চক্রবর্তী। বিজ্ঞপ্তি