পাঠাগার থেকে বিশ্ব জ্ঞান ভান্ডারকে জানার সুযোগ সৃষ্টি হয় —— প্রতিমন্ত্রী এম.এ.মান্নান

46

ma.mannan picঅর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান এমপি বলেছেন, পাঠাগার হচ্ছে জ্ঞান আরোহনের গুরুত্বপূর্ণ স্থান। পাঠাগার থেকে বিশ্ব জ্ঞান ভান্ডারকে জানার সুযোগ সৃষ্টি হয়। এমন বই পড়তে হবে যে বই পড়ে জ্ঞান অর্জন ও আলোকিত মানুষ হওয়া যায়। শিক্ষাই একজন মানুষকে পুরোপুরি মানুষ হিসেবে গড়ে তুলে তেমনি দেশ, সমাজের প্রতি তার দায়িত্ব বেড়ে যায়। বই হোক আমাদের নিত্য সঙ্গি। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিক চলমান গতিতে নিয়ে এসেছে। যার মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম আধুনিক শিক্ষায় গড়ে উঠতে পারে সেই প্রচেষ্টাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তিনি তরুণ যুবকদেরকে ধ্যনবাদ জানান যারা গ্রামের মধ্যে একটি পাঠাগার তৈরী করে দিয়েছে।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার তেঘরিয়া আদর্শ পাঠাগারের ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রথম প্রকাশনা ‘ঐকান্তিক’ এর মোড়ক উন্মোচন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
গতকাল তেঘরিয়া আদর্শ পাঠাগার এর সভাপতি সুজেল আহমদ তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদ তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ.কে. এম গোলাম কিবরিয়া তাপাদার, মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নথাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্য্না মোক্তাদির আহমদ মোক্তা, ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাবেক সহ-সভাপতি এমদাদ রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি মো: আব্দুল গফুর, আব্দুল হক, মো: হরুফ মিয়া, মো: আখলিছ মিয়া, মো: আশরাফ মিয়া, আনোয়ার মিয়া, আবু শাহেদ, মো: আব্দুল হাই, বাচ্চু মিয়া বাছা, আরশ মিয়া, মো: আবুল কাশেম, আবুল হোসেন লালন, তেঘরিয়া আদর্শ পাঠাগারের  সাবেক সভাপতি রাহিন মিয়া তালুকদার, শাহজাহান মিয়া, শুয়েব আহমদ তালুকদার, শেখ বেলাল তালুকদার, মো: শিপন মিয়া, সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক মিসবাহ আজাদ, কুতুব উদ্দিন জুয়েল, মোরছালিন আহমদ তালুকদার, মো: ইনু মিয়া, পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম তালুকদার, মোহাম্মদ নাজমূল ইসলাম, হোসেন আহমদ, কুহিনুর আহমদ, শাহ শাহেদ, নাছির আহমদ, শহিদুল হক রাসেল, মোহাম্মদ আবু তামিম, আহমদ হোসেন তানিন, মুহিবুর রহমান রাসেল, সৈয়দ রাসেল আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পাঠাগারের কোষাধ্যক্ষ শাহনুর মিয়া।   বিজ্ঞপ্তি