আওয়ামীলীগ আন্দোলনের হেড মাষ্টার, ভয় দেখিয়ে লাভ নাই – সুরঞ্জিত সেন

37

photo 22-03-15দিরাই থেকে সংবাদদাতা :
দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয় কলেজে উন্নীত করণ অনুষ্ঠান গতকাল রবিবার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দলীয় করণের অভিযোগ এনে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ বিএনপি সমর্থকরা এ অনুষ্ঠান বর্জন করেন। বিদ্যালয় সূত্রে জানা যায় ২০১৪ সালের ৭ জুলাই বিদ্যালয়টি কলেজে উন্নীত হওয়ার অনুমোদন লাভ করে। গতকাল বেলা ১টার দিকে কলেজে উন্নীত করণ অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতি মন্ত্রী এম,এ মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিরাই-শাল্লার সংসদ সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এ ব্যাপারে বিদ্যালয়কে কলেজে উন্নীত করণকালীন পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমীন সর্দার বলেন, ২০১৪ সালের ৭ জুলাই আমরা বোর্ড কর্তৃক কলেজের অনুমোদন লাভ করি। মাস খানেক আগে আমাদের এলাকার ১২/১৪ টি গ্রামের সকল গণ্যমান্য মানুষ মিলে আজকের (গতকাল রোববার) কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন ধার্য করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক নাছির চৌধুরীকে বিশেষ অতিথি হিসেবে রাখার সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হলেও আওয়ামীলীগের কয়েকজন স্থানীয় নেতা নাছির চৌধুরীকে দাওয়াত না দিয়ে তাদের দলীয় লোকদেরকে এনে দলীয় সভায় রূপান্তরিত করায় আমরা এ অনুষ্ঠান বর্জন করেছি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমার বহুদিনের স্বপ্ন ছিল ওই বিদ্যালয়টিকে কলেজে রূপান্তরিত করা। বহুদিন পরেও হলেও আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তিনি সবাইকে কলেজের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, আমি জীবনের প্রায় শেষ প্রান্তে, আমরা এমন কিছু করে যেতে চাই যাতে করে আগামী প্রজন্ম আমাদেরকে স্মরণ রাখে। খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনে না গিয়ে খালেদা জিয়া ট্রেন মিস করেছে, এখন আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে জন বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আওয়ামীলীগকে আন্দোলনের হেড মাস্টার উল্লেখ করে সুরঞ্জিত বলেন, আপনাদের হুমকি ধামকিতে আওয়ামীলীগ ভয় পায় না। আন্দোলনের নামে খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদরদের বাঁচাতে চান। তার এ স্বপ্ন পূরণ হবে না। এ সরকারের আমলেই তাদের বিচার হবে।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ ও মৌলভী বাজারের মহিলা এম.পি এডভোকেট শাহানা রব্বানী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক রঞ্জন রায়, আওয়ামীলীগ নেতা দিলিপ দাস ও আওয়ামী নেতৃবৃন্দ।